
ছবি: জনকণ্ঠ
বাংলা সিনেমার খুবই জনপ্রিয় কিংবদন্তী কৌতুক অভিনেতা দিলদার হোসেনের মৃত্যুবার্ষিকী আজ। ২০০৩ সালের ১৩ জুলাই ৫৮ বছর বয়সে মৃত্যু বরণ করেন এই অভিনেতা। তার মৃত্যুর ২২ বছর পূর্ন হলেও দর্শকদের মনে আজও গেথেঁ রয়েছেন তিনি।
তিনি ১৯৭২ সালে প্রথম চলচিত্র জগতে প্রবেশ করেন। এবং “কেন এমন হয়” চলচিত্রে অভিনয়ের মাধ্যমে তার প্রথম অভিষেক হয়। এরপর তিনিই হয়ে ওঠেন অপ্রতিদ্বন্দ্বী একজন কৌতুক অভিনেতা। তার জনপ্রিয়তা এতটাই বেড়েছিল যে তাকে নায়ক করেই “আব্দুল্লাহ” নামের একটি চলচিত্র নির্মাণ করা হয়েছিল। তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও কৌতুক অভিনেতা হিসেবে বেশি জনপ্রিয় হয়েছিলেন।
দিলদারের অভিনীত চলচ্চিত্রের মধ্যে ‘বেদের মেয়ে জোসনা’ ‘বিক্ষোভ’, ‘অন্তরে অন্তরে’, ‘কন্যাদান’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘সুন্দর আলী জীবন সংসার’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’, ‘শান্ত কেন মাস্তান’ 'গাড়িয়াল ভাই', 'অচিন দেশের রাজকুমার', 'প্রেম যমুনা', 'বাঁশিওয়ালা' ইত্যাদি উল্লেখযোগ্য।
“তুমি শুধু আমার” চলচ্চিত্রের জন্যে তিনি ২০০৩ সালে সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। দিলদার হোসেন ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুর জেলার সদর উপজেলার শাহতলী গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের কৌতুক জগতে এখনো দিলদার নামটি জনপ্রিয়তার তুঙ্গে।
শহীদ