
ছবি: সংগৃহীত।
‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালাকে ঘিরে আজ রোববার (১৪ জুলাই) দুপুর ২টায় গণভবনে সংবাদ সম্মেলনে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আয়োজনের মধ্যে রয়েছে অডিও-ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো।
আয়োজন বাস্তবায়নে যুক্ত রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আজ সন্ধ্যা সাড়ে ৬টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালা। এর আগে, রাজধানীজুড়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসমাগম ও কর্মসূচির চাপ সামাল দিতে বিকেল ৫টা থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে ঢাবি মেট্রোরেল স্টেশন।
নুসরাত