ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

যেসব দেশের ভিসা আবেদনে ইতিবাচক সাড়া পাচ্ছেন না বাংলাদেশিরা

প্রকাশিত: ০৯:৩০, ১৪ জুলাই ২০২৫

যেসব দেশের ভিসা আবেদনে ইতিবাচক সাড়া পাচ্ছেন না বাংলাদেশিরা

ছবি: সংগৃহীত।

সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী ভ্রমণ ও অভিবাসনের ক্ষেত্রে বাংলাদেশের পাসপোর্টধারীরা এক অস্বস্তিকর সংকটের মুখোমুখি। দক্ষিণ-পূর্ব এশিয়া, উপসাগরীয় অঞ্চল, পূর্ব ইউরোপ এমনকি প্রতিবেশী ভারত পর্যন্ত বহু দেশ বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করেছে বা কঠোর শর্তে সীমিত করেছে।

ভিসা বাতিল ও প্রত্যাখ্যানের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে, যার প্রভাব পড়েছে পর্যটন, ব্যবসা ও শ্রম অভিবাসন খাতে। ভ্রমণ এজেন্সি, সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, অন্তত এক ডজন দেশ বাংলাদেশিদের ভিসা প্রায় সম্পূর্ণভাবে স্থগিত রেখেছে বা আবেদন প্রক্রিয়া অত্যন্ত কঠিন করে তুলেছে।

ভিসা পুরোপুরি বন্ধ করে দেওয়া দেশের তালিকায়:

  • ভিয়েতনাম

  • লাওস

  • মিশর

  • উজবেকিস্তান

  • কাজাখস্তান

ভারতও বর্তমানে সীমিত ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে, প্রধানত চিকিৎসা ও শিক্ষা উদ্দেশ্যে।

সংযুক্ত আরব আমিরাত, ওমান ও মালয়েশিয়া—বাংলাদেশের প্রধান শ্রমবাজার তিনটিই এখন অদক্ষ কর্মীদের ভিসা দেওয়া বন্ধ করেছে। ভিসা অনিয়ম, জাল সনদ, অভিবাসী অসন্তোষ ও আইন লঙ্ঘনের কারণে এসব দেশে বাংলাদেশিদের প্রতি আগের আস্থা হারিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

একই অবস্থা রোমানিয়া ও ক্রোয়েশিয়ার মতো পূর্ব ইউরোপীয় দেশেও। অভিযোগ, অনেকেই সেখানে গিয়ে পাসপোর্ট জমা দিয়ে পশ্চিম ইউরোপে পাড়ি জমাচ্ছেন।

থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোতে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব এবং প্রত্যাখ্যানের হার বেড়েছে। একাধিক ভ্রমণ সংস্থা জানায়, অনেক সময় আবেদন প্রক্রিয়ায় কয়েক সপ্তাহ থেকে মাস লেগে যাচ্ছে।

বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস ফোরাম (বোটঅফ) জানিয়েছে, গত এক বছরে বহির্গামী পর্যটন কমেছে ৫০–৬০%, আর কর্পোরেট ভ্রমণ কমেছে প্রায় ৭০%।

বোটঅফের সভাপতি চৌধুরী হাসানুজ্জামান বলেন, “আগামী নির্বাচন পর্যন্ত এমন চলতে থাকলে দেশের অনেক ছোট ভ্রমণ সংস্থা বন্ধ হয়ে যাবে।”

ভিসা জটিলতার মূল কারণ কী?

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী জানান, সংযুক্ত আরব আমিরাত সরকার জানিয়েছে, ওই দেশে নিয়ম লঙ্ঘনকারীদের অন্তত ২৫% বাংলাদেশি নাগরিক। এর কারণ নিয়োগ ব্যবস্থার দুর্বলতা এবং জাল সনদপত্র।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “আমরা ভিয়েতনাম, লাওস ও ইন্দোনেশিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করছি। তবে ভিসা নীতি এসব দেশের নিরাপত্তা ও অভ্যন্তরীণ প্রক্রিয়ার উপর নির্ভর করে।”

দীর্ঘমেয়াদে কি সমাধান আছে?

নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক মো. জালালউদ্দিন শিকদার মনে করেন, গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা ছাড়া এই সংকটের দীর্ঘমেয়াদি সমাধান নেই। কূটনৈতিক প্রচেষ্টা খুব বেশি কাজ করছে না বলেও তিনি মনে করেন।

নুসরাত

×