ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

শরীয়তপু‌রে ফসলি জমির মাটি উত্তোলনের অভিযোগ, হুমকির মুখে কয়েক বিঘা জমি

‌নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

প্রকাশিত: ১৩:৫৭, ১৪ জুলাই ২০২৫

শরীয়তপু‌রে ফসলি জমির মাটি উত্তোলনের অভিযোগ, হুমকির মুখে কয়েক বিঘা জমি

শরীয়তপু‌রে ফসলি জমির মাটি উত্তোলনের অভিযোগ

 শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএম খালি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওহাব ঢালীর কান্দি গ্রামে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমির মাটি বিক্রি করছে একটি প্রভাবশালী চক্র। এতে করে হুমকির মুখে রয়েছে পাশ্ববর্তী কৃষক‌দের কয়েক বিঘা জমি। এঘটনায় মিলন খান নামে এক ব্যক্তি ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কাছে অভিযোগ দিয়েছেন। অতিদ্রুত ওই ড্রেজার মেশিন অপসারণ করা না গেলে মারাত্মক হুমকির মুখে পড়বে পার্শ্ববর্তী ফসলী জমিগুলো।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ওই এলাকায় সেলিম বেপারী ও সাইফুল খানের নেতৃত্বে ড্রেজার মেশিনের মালিক সোবহান আকন ও কালু ওই এলাকার একটি ফসলি জমির মাটি দেরারসে উত্তোলন করে বিক্রি করছে। এনিয়ে ভুক্তভোগী ও পার্শবর্তী জমির মালিক মিলন খান, কাইয়ুম খান, ইমাম খান, লোকমান, মুসা খান, রমিজ খান সহ অনেকেই কয়েক দফা নিষেধ করার পরেও প্রভাবশালী চক্র ফসলি জমির মাটি বিক্রি করেই চলছে। এমনকি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নিষেধ করেও ওই প্রভাবশালীদের মাটি বিক্রি বন্ধ করাতে পারেনি।
এঘটনায় ভুক্তভোগীদের পক্ষে মিলন খান ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কাছে অভিযোগ করেছেন৷ এরপরে থামছে না মাটি বিক্রি। তবে প্রকাশ্যে অনেকেই ভয়ে মুখ খুলছে না। এভাবে চলতে থাকলে কিছু দিনের মধ্যে ডিএম খালি ইউনিয়নের ওহাব ঢালীর কান্দি গ্রামে বড় ধরনের পরিবেশ বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন ভূক্তভোগীরা।
এব্যাপারে ভুক্তভোগী মিলন খান সহ অনেকেই বলেন, আমাদের এলাকার প্রভাবশালী সেলিম বেপারী ও সাইফুল খানের নেতৃত্বে ড্রেজার মেশিনের মালিক 
সোবহান আকন ও কালু ফসলি জমির মাটি দেরারসে উত্তোলন করে বিক্রি করছে। ফলে আমাদের জমিগুলোও ভেঙে পড়ার আশঙ্কা করছি। আমাদের জমিতে প্রতি বছর প্রচুর ফসল উৎপাদন হয়। চাষাবাদই আমাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। অভিযোগ করায় আমাদের হুমকিধামকি দিচ্ছে তারা। আমরা অতিদ্রুত ওই অবৈধ ড্রেজার অপসারণ চাই। পাশাপাশি তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। 
এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহেরুল হক বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

তাসমিম

×