ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

রাজনৈতিক শিষ্টাচার না বুঝলে বিএনপি করার দরকার নেই: অ্যাডভোকেট পাপিয়া

প্রকাশিত: ১৩:৪৭, ১৪ জুলাই ২০২৫

রাজনৈতিক শিষ্টাচার না বুঝলে বিএনপি করার দরকার নেই: অ্যাডভোকেট পাপিয়া

ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক শিষ্টাচার এবং আদর্শের প্রতি শ্রদ্ধা না থাকলে বিএনপি কিংবা এর অঙ্গসংগঠনে জড়িত থাকার কোনো প্রয়োজন নেই—এ মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট পাপিয়া।

সম্প্রতি এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “যদি কেউ জিয়াউর রহমান, খালেদা জিয়া কিংবা তারেক রহমানের রাজনৈতিক শিষ্টাচার ও আদর্শ বুঝতে না পারেন, তবে তার বিএনপি করার কোনো প্রয়োজনীয়তা নেই। এই মাটিতে তাদের জায়গা হওয়া উচিত নয়।”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি অত্যন্ত ভারাক্রান্ত। একজন শহীদ রাষ্ট্রপতির ছবি লাথি মেরে অপমান করা হয়েছে। এটা শুধু একজন রাজনৈতিক নেতার নয়, একজন মুক্তিযোদ্ধার, একজন স্বাধীনতার ঘোষকের অপমান। জিয়াউর রহমান শুধু বাংলাদেশের সেক্টর গভর্নর ছিলেন না, তিনি ছিলেন একজন ইসলামী চেতনায় বিশ্বাসী মানুষও।”

ব্যক্তিগত স্মৃতিচারণ করতে গিয়ে অ্যাডভোকেট পাপিয়া জানান, “আমি যখন ক্লাস সেভেনে পড়ি, তখন জিয়াউর রহমান আমাদের স্কুল—নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুলে এসেছিলেন। তিনি মঞ্চে উঠার আগে নামাজের সময় হলে নামাজ আদায় করেছিলেন। এমন একজন ধার্মিক মানুষকে অপমান করে আজ যারা বিএনপিকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে চায়, তারা মূলত দেশের ইতিহাসকেই অসম্মান করছে।”

তিনি আরও বলেন, “একজন মৃত মানুষ, যিনি কবরেই আছেন, তার ছবির ওপর পা দিয়ে যারা নিজেদের স্বার্থসিদ্ধি করতে চায়, তারা প্রকৃত অর্থে রাজনৈতিকভাবে দেউলিয়া।”

নোভা

×