ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

দেশে আরও ৮ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ২২:৫৬, ১৪ জুলাই ২০২৫; আপডেট: ২২:৫৭, ১৪ জুলাই ২০২৫

দেশে আরও ৮ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে চলতি বছর করোনায় মৃতের সংখ্যা ২৭ জনেই স্থির রয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯৫টি নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৫২ হাজার ২২৮ জনে। এছাড়া, দেশে করোনায় মৃত্যুর সংখ্যা এখনও ২৯ হাজার ৫২৬ জনে রয়েছে।

এর আগে রোববার (১৩ জুলাই) নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। তবে ওইদিন করোনায় একজনের মৃত্যু হয়েছিল।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয় এ ভাইরাসে আক্রান্ত হয়ে।

মিমিয়া

×