ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

পাঁচ মাসের গর্ভবতী হয়েও অস্বীকৃতি, শ্রাবণ্যর আহ্বান: ‘মেয়েরা, একটু আত্মসম্মান দেখাও

প্রকাশিত: ২৩:০৩, ১৪ জুলাই ২০২৫; আপডেট: ২৩:০৮, ১৪ জুলাই ২০২৫

পাঁচ মাসের গর্ভবতী হয়েও অস্বীকৃতি, শ্রাবণ্যর আহ্বান: ‘মেয়েরা, একটু আত্মসম্মান দেখাও

ছবি: সংগৃহীত

জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী শ্রাবণ্য তৌহিদা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন, নিজেদের সম্মান ও আত্মমর্যাদা রক্ষার জন্য। ফেসবুক টাইমলাইনে দেওয়া ওই পোস্টে তিনি সরাসরি কোনো ব্যক্তির নাম উল্লেখ না করলেও, সাম্প্রতিক একটি বিতর্কিত ঘটনা ঘিরেই এই বক্তব্য দিয়েছেন।

 

 

তিনি লেখেন:

মেয়েরা, একটু আত্মসম্মান রাখো! তোমরা জেনেশুনে এমন একজন মানুষের সঙ্গে জড়াচ্ছো, যার চরিত্রহীনতা প্রমাণিত এবং যার পুরো পরিবারই নৈতিকতাহীন। তুমি তার কাছে গিয়েছিলে, অথচ সে তোমাকে না শুধু প্রেমিকা, বরং স্ত্রীর সম্ভাব্যতা হিসেবেও অস্বীকার করেছে—তুমি পাঁচ মাসের গর্ভবতী! এর উপর সে তোমাকে অপমান করেছে—তার গার্ড আর দারোয়ান দিয়ে তোমাকে বকাঝকা করিয়েছে। তবুও তুমি তার স্ত্রী হতে চাও?

যদি সত্যিই ন্যায়বিচার চাও, তাহলে পুলিশে যাও। কিন্তু অনুরোধ করছি, মেয়ে, একটু সম্মান ও আত্মমর্যাদা দেখাও।”

 

শ্রাবণ্য তার বক্তব্যে মূলত নারীদের প্রতি সচেতনতা ও আত্মমর্যাদা বজায় রাখার আহ্বান জানিয়েছেন ।


 

ছামিয়া

×