ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

কোন কোন লক্ষণে বুঝবেন কমছে কিডনির কার্যক্ষমতা

প্রকাশিত: ২৩:০৩, ১৪ জুলাই ২০২৫; আপডেট: ২৩:০৮, ১৪ জুলাই ২০২৫

কোন কোন লক্ষণে বুঝবেন কমছে কিডনির কার্যক্ষমতা

সুস্বাস্থ্যের জন্য শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের সঠিকভাবে কাজ করা অত্যন্ত জরুরি। আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি। শরীরে ফিল্টারের মতো কাজ করে এই অঙ্গ। কিডনি সঠিকভাবে কাজ করলে তবেই শরীরে জমে থাকা যাবতীয় দূষিত পদার্থ ও টক্সিন বের হয়ে আসে এবং শরীর ভেতর থেকে পরিশ্রুত থাকে।

কিন্তু কিডনি যদি সঠিকভাবে কাজ না করে, তখন শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে। শরীরের কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনার কিডনির কার্যক্ষমতা কমছে কি না।

প্রস্রাবে অস্বাভাবিকতা
কিডনির সমস্যা দেখা দিলে প্রস্রাবে ফেনা দেখা দিতে পারে এবং প্রস্রাবের সময় ব্যথা অনুভূত হতে পারে। এছাড়া রাতের দিকে বারবার প্রস্রাবের চাপ আসতে পারে, বিশেষ করে গভীর রাতে।

হাত, পা ও মুখ ফোলা
কিডনির কার্যক্ষমতা কমে গেলে শরীরে ফ্লুইড জমে যেতে পারে, যার ফলে হাত, পা এবং মুখমণ্ডলে ফোলা ভাব দেখা দেয়।

অক্সিজেন সরবরাহের ঘাটতি
কিডনি ঠিকমতো কাজ না করলে মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না। ফলে মাল্টি অরগান ফেইলিওরের আশঙ্কা তৈরি হয় এবং মস্তিষ্কেও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

অ্যানিমিয়া ও চেহারার ফ্যাকাশে ভাব
কিডনির সমস্যার কারণে রক্তাল্পতা (অ্যানিমিয়া) দেখা দিতে পারে, যার ফলে চেহারা ফ্যাকাসে হয়ে যেতে পারে।

অত্যধিক ক্লান্তি ও ঝিমঝিম ভাব
কিডনি ঠিকমতো কাজ না করলে শরীরে দূষিত পদার্থ জমে থাকে, যা অতিরিক্ত ক্লান্তি ও ঝিমুনি ভাব তৈরি করে।

পিঠের নিচের দিকে ব্যথা
কিডনিতে পাথর জমে গেলে বা কিডনির কার্যক্ষমতা কমে গেলে পিঠের নিচের দিকে তীব্র ব্যথা হতে পারে।

খাবারের প্রতি অনীহা ও বমি ভাব
শরীরে দূষিত পদার্থ জমার কারণে খাওয়াদাওয়ার প্রতি অনীহা এবং বমি বমি ভাব দেখা দিতে পারে।

এ ধরনের কোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। দেরি করলে কিডনির ক্ষতি মারাত্মক পর্যায়ে পৌঁছাতে পারে।

মিমিয়া

×