
এসএসসি ফলাফল প্রকাশে নতুন বিতর্ক—কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেওয়া একজন পরীক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিয়েও ফলাফলে দুই বিষয়ে ফেল! এমন বিরল ও অস্বাভাবিক ঘটনা ঘটেছে রাজবাড়ীর এক ছাত্রের জীবনে, যার নাম বিরাজ আহমেদ শেখ।
বিরাজ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের মোহাম্মদ আবদুল আলীম শেখের ছেলে। তিনি গাজীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় তিনি রসায়নে ফেল করেন। পরবর্তী বছরে, অর্থাৎ ২০২৫ সালে, শুধু রসায়ন বিষয়ে পুনঃপরীক্ষা দেন।
কিন্তু সম্প্রতি প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিরাজ রসায়নের পাশাপাশি কৃষি বিষয়েও ফেল করেছেন! অথচ তার প্রবেশপত্রে কৃষি বিষয়ের কোনো উল্লেখই ছিল না, এমনকি তিনি কৃষি বিষয়ে কোনো পরীক্ষায় অংশই নেননি।
বিষয়টি নিয়ে হতবাক বিরাজ বলেন, "আমি শুধু রসায়নে ব্যর্থ হয়েছিলাম, তাই এবার শুধু সেই বিষয়ে পরীক্ষায় বসি। কিন্তু ফলাফলে দেখি কৃষিতেও ফেল দেখানো হয়েছে! এটা কিভাবে সম্ভব বুঝতে পারছি না। এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
এই ঘটনায় বিরাজের পরিবার চরম হতাশায় ভুগছে। তারা বলছেন, এ ধরনের বিভ্রান্তিকর ফলাফল একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কিংবা প্রতিষ্ঠান থেকে এখনো কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে ছাত্র ও অভিভাবকেরা ত্রুটিপূর্ণ ফলাফল সংশোধন ও পূর্ণ তদন্ত চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানাতে প্রস্তুতি নিচ্ছেন।
শিক্ষাব্যবস্থার প্রশ্নবিদ্ধ এই ঘটনায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এমন ঘটনা যদি ভুলের কারণে হয়ে থাকে, তবে সংশ্লিষ্টদের তা অবিলম্বে স্বীকার করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত, বলছেন অভিভাবকরা।
Mily