
ছবি: প্রতীকী
চীনে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন? আপনার জন্য রয়েছে চমৎকার সুযোগ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য জিয়াংসু বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেনশিয়াল স্কলারশিপের আবেদন চলছে। আগ্রহীরা আগামীকাল, ১৪ জুলাই ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।
চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো জিয়াংসু বিশ্ববিদ্যালয়ও প্রতি বছর বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ দিয়ে থাকে। প্রেসিডেনশিয়াল স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।
স্কলারশিপে যেসব সুবিধা মিলবে
ইংরেজি ভাষাভিত্তিক স্নাতক প্রোগ্রামে ভর্তি হলে শিক্ষার্থীরা প্রথম বছর ১০,০০০ ইউয়ান (প্রায় দেড় লক্ষ টাকা) আর্থিক সহায়তা পাবেন। স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে এ সুবিধা আরও বেশি হতে পারে।
যেসব বিষয়ে পড়া যাবে
এই স্কলারশিপের আওতায় ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, আর্থিক ব্যবস্থাপনা, পরিসংখ্যান, হিসাবরক্ষণ, বিমা, ব্যবসা প্রশাসন, বিপণন, মানবসম্পদ, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।
যা যা লাগবে আবেদন করতে
- বৈধ পাসপোর্টের কপি
- সর্বশেষ ডিগ্রির ট্রান্সক্রিপ্ট ও সনদ
- ইংরেজি ভাষায় দক্ষতার সনদ
- পারিবারিক আর্থিক বিবরণী
- গবেষণা প্রস্তাব (স্নাতকোত্তর ও পিএইচডি প্রার্থীদের জন্য)
- দুটি সুপারিশপত্র (স্নাতকোত্তর ও পিএইচডি প্রার্থীদের জন্য)
বয়সসীমা ও যোগ্যতা
- স্নাতকে আবেদনকারীদের বয়স ২৫ বছরের নিচে
- স্নাতকোত্তরে ৩০ বছরের নিচে
- পিএইচডির জন্য ৪০ বছরের নিচে হতে হবে
আবেদন পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত অনলাইনে এই লিংকে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনেই সম্পন্ন করতে হবে।
আবেদনের শেষ দিন
১৪ জুলাই, ২০২৫, সোমবার।
রাকিব