ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

পানি সংগ্রহ করতে যাওয়াই কাল হয়ে দাঁড়াল গাজার শিশুদের জন্য

প্রকাশিত: ২২:৫৬, ১৩ জুলাই ২০২৫

পানি সংগ্রহ করতে যাওয়াই কাল হয়ে দাঁড়াল গাজার শিশুদের জন্য

রবিবার (১৩ জুলাই) মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে পানি সংগ্রহ করতে গেলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয়জনই শিশু বলে জানিয়েছেন আল-আওয়দা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ আবু সাইফান। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ওই হামলার লক্ষ্য ছিল ইসলামি জিহাদের এক যোদ্ধা, তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে ক্ষেপণাস্ত্রটি “লক্ষ্যবস্তুর থেকে ডজনখানেক মিটার দূরে” পড়ে যায়। সেনাবাহিনী এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে জানায়, “আইডিএফ নিরপরাধ বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করে।” ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলেও জানানো হয়।

গাজায় জ্বালানি সংকটের কারণে পানি পরিশোধন ও স্যানিটেশন ব্যবস্থাগুলো বন্ধ হয়ে গেছে। ফলে হাজারো মানুষ এখন পানি সংগ্রহ কেন্দ্রগুলোর উপর নির্ভর করছে।

বাজারে হামলায় নিহত ১২, প্রখ্যাত চিকিৎসকও নিহত

পানি সংগ্রহ কেন্দ্রের হামলার কয়েক ঘণ্টা পর, গাজা সিটির এক বাজারে ইসরায়েলি হামলায় আরও ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন একজন খ্যাতনামা হাসপাতালের পরামর্শক ডা. আহমাদ কান্দিল। তবে এই হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী।

যুদ্ধের মানবিক বিপর্যয় চরমে

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৫৮,০০০-এর বেশি মানুষ। শুধু গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন আরও ১৩৯ জন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানায় মন্ত্রণালয়।

অস্ত্রবিরতির আলোচনা অচলাবস্থায়

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দোহায় চলমান ৬০ দিনের অস্ত্রবিরতির আলোচনা বর্তমানে অচলাবস্থায় রয়েছে। গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য থেকেই যাচ্ছে। গত সপ্তাহে সমঝোতার আশাবাদ জাগলেও তা এখন স্তিমিত হয়ে গেছে।

নেতানিয়াহুর অনড় অবস্থান

রবিবার এক ভিডিওবার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, "সব বন্দিকে মুক্ত করতে হবে, হামাসকে ধ্বংস করতে হবে এবং গাজা যেন আর কখনও ইসরায়েলের জন্য হুমকি না হয় তা নিশ্চিত করতে হবে।" অস্ত্রবিরতির আলোচনা নিয়ে মন্ত্রিসভার বৈঠকও আহ্বান করেন তিনি।

ঘরছাড়া প্রায় পুরো গাজা, নিরাপদ স্থান নেই

ইসরায়েলের অব্যাহত হামলায় গাজার প্রায় ২০ লাখ মানুষই বাস্তুচ্যুত হয়েছেন। গাজাবাসীরা বলছেন, উপকূলীয় এ ভূখণ্ডে কোথাও এখন নিরাপদ নয়। রবিবার ভোরে গাজা সিটির একটি বাড়িতে হামলায় একই পরিবারের সদস্যরা নিহত হন। সেই পরিবারটি পূর্বে দক্ষিণাঞ্চলের বাসা থেকে সরিয়ে আসা হয়েছিল।

নিহতদের একজনের আত্মীয় আনাস মতার বলেন, “আমার খালা, খালু আর তাদের বাচ্চারা সবাই মারা গেছে। নিষ্পাপ শিশুদের কী দোষ ছিল, যারা ভোরবেলায় এমন এক ভয়াবহ রক্তাক্ত হত্যাযজ্ঞে প্রাণ হারাল?”

Mily

×