ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

দৈনিক জনকণ্ঠে সংবাদ: বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত 

নিজস্ব সংবাদদাতা, বাউফল,পটুয়াখালী

প্রকাশিত: ২২:৫৫, ১৩ জুলাই ২০২৫

দৈনিক জনকণ্ঠে সংবাদ: বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত 

ছবি: দৈনিক জনকণ্ঠ

বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক  দলের কমিটি বিলুপ্ত  করা হয়েছে।

আজ রবিবার (১৩ জুলাই) রাতে পটুয়াখালী  জেলা স্বেচ্ছাসেবক  দলের  দপ্তর  সম্পাদক  মো. আতিকুল ইসলাম স্বাক্ষরিত  এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত  করা হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক  দলের  সভাপতি মশিউর রহমান  মিলন ও সাধারণ সম্পাদক মো.এনায়েত হোসেন মোহন এ সিদ্ধান্ত  অনুমোদন  করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে মেয়াদোত্তীর্ণে কথা উল্লেখ করা হলেও দলীয় একটি সূত্র জানিয়েছে দৈনিক জনকণ্ঠের অনলাইন  সংস্করণে " ভিপি নুরকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক  দলের  সদস্য সচিবের স্লোগান" ও জামায়াত নেতার গণ সংযোগে স্বেচ্ছাসেবক  দলের সদস্য সচিব" শিরোনামে দুইটি সংবাদ প্রকাশের পর স্বেচ্ছাসেবক  দলের  কেন্দ্রীয়  কমিটির নির্দেশে  বাউফল উপজেলা  স্বেচ্ছাসেবক দলের  কমিটি বিলুপ্ত  করা হয়।

এবিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব  আপেল মাহমুদ ফিরোজ বলেন, "বিষয়টি আমি শুনেছি।"

ফারুক

×