ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

শেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ মাদ্রাসা ছাত্র নিহত

মারুফুর রহমান, শেরপুর 

প্রকাশিত: ২৩:১৪, ১৩ জুলাই ২০২৫; আপডেট: ০০:১৬, ১৪ জুলাই ২০২৫

শেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ মাদ্রাসা ছাত্র নিহত

ছবি: জনকণ্ঠ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া-মধুটিলা সড়কে হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় একই হেফজ মাদ্রাসার দুই কোমলমতি ছাত্র নিহত হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকেল ৬টার দিকে উপজেলার বড় রাংটিয়া মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে সাকিবুল হাসান (১০), জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া (১২)। এবং সায়েব আলীর ছেলে ফয়জুল আমিন (১১) গুরুতর আহত অবস্থায় সৌজন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। তিনজনই স্থানীয় ‘মারকাজুত তাকুয়া’ হেফজ মাদ্রাসার ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে রাংটিয়া মোড় এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে একটি বেপরোয়া গতির মাইক্রোবাস হঠাৎ এসে তিন শিশুকে চাপা দেয়। প্রচণ্ড আঘাতে রক্তাক্ত অবস্থায় তারা রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় তাদের দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যা ৭টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক আনিকা আফরিন প্রমা সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।

অপর শিক্ষার্থী ফয়জুল আমিনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে আমিন যে ময়মনসিংহ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে প্রেরণ করা হয়। 

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। কান্নার রোল পড়ে নিহতদের পরিবার ও সহপাঠীদের মধ্যে। 

নিহতের চাচা বলেন, সড়কে এমন বেপরোয়া গাড়ি চলাচল নিয়ন্ত্রণ না করলে এ ধরনের হৃদয়বিদারক ঘটনা আরও ঘটবে।

ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন জানান, “ঘটনার পরপরই দুই শিশুর মৃত্যু ও একজন শিশু গুরুতর আহত হয়েছে তা নিশ্চিত হয়েছি। মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং চালক আটক আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এ দুর্ঘটনা যেন আর কোনো মায়ের কোল খালি না করে, এমন প্রত্যাশায় এলাকাবাসী দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

শহীদ

×