
ছবি: সংগৃহীত
আপনি কি গুগলের জেমিনি চ্যাটবট ব্যবহার করে ইমেইলের সারাংশ দেখেন? তাহলে সতর্ক হোন। কারণ, নতুন এক গবেষণায় দেখা গেছে, এই সুবিধাকে ব্যবহার করে হ্যাকাররা আপনাকে প্রতারণার ফাঁদে ফেলতে পারে।
কী ঘটছে?
জেমিনি সাধারণত ইমেইলের মূল বিষয়গুলো সংক্ষেপে দেখায়। কিন্তু, কিছু ম্যালিশাস ইমেইলে (ক্ষতিকর ইমেইল) এমনভাবে লুকানো বার্তা থাকে, যা চোখে দেখা যায় না—ফন্ট সাইজ খুব ছোট বা সাদা রঙে লেখা হয়। তবে জেমিনি এই লুকানো লেখাগুলো পড়ে ফেলে এবং সেটাকেই "গুরুত্বপূর্ণ" মনে করে সারাংশে দেখায়।
যেমন: কেউ ইমেইলে লিখল, “আপনার জিমেইল পাসওয়ার্ড হ্যাক হয়েছে, এই নম্বরে এখনই কল করুন।” যদিও এটি সম্পূর্ণ ভুয়া, কিন্তু জেমিনি একে সতর্কবার্তা হিসেবে সারাংশে দেখাতে পারে। ফলে ব্যবহারকারী বিভ্রান্ত হয়ে সেই ভুয়া নম্বরে কল করতে পারেন—এটাই ফিশিং প্রতারণা।
কে ধরেছে এই ত্রুটি?
মজিলার এক গবেষণা দল (0DIN নামের বাগ বাউন্টি প্রোগ্রাম) প্রথম এই ত্রুটি শনাক্ত করে। তারা প্রমাণসহ দেখায়, কিভাবে ইমেইলের ভেতরে লুকানো বার্তা জেমিনিকে ভুল সারাংশ তৈরি করতে বাধ্য করে।
গুগল কী বলেছে?
গুগল জানায়, তারা এরকম হামলা ঠেকাতে কাজ করছে এবং ইতিমধ্যেই এই সমস্যার সমাধান করেছে। এছাড়া গুগল নিশ্চিত করেছে যে, এখন পর্যন্ত বাস্তবে কেউ এই উপায়ে ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা করেনি।
ব্যবহারকারীদের জন্য পরামর্শ:
-
জেমিনির তৈরি সারাংশ পড়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নেবেন না
-
গুরুত্বপূর্ণ ইমেইল নিজে পড়ে নিশ্চিত হোন
-
কখনোই অজানা নম্বরে ফোন করবেন না
আবির