
ছবিঃ সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইসরায়েলকে “একটি সাম্রাজ্যবাদী প্রকল্পের ফল” বলে আখ্যায়িত করেছেন, যা এই অঞ্চলের দেশগুলোকে দুর্বল, লুণ্ঠিত ও বিভক্ত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
সোমবার (তেহরান সময়) তেহরানে ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল আমির আল-শামারির সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, “জায়নিস্ট শাসনব্যবস্থা হচ্ছে একটি আধিপত্যবাদী পরিকল্পনার অংশ, যার লক্ষ্য হচ্ছে আঞ্চলিক সম্পদ দখল করে দেশগুলোকে দুর্বল ও বিভক্ত করা।”
তিনি বলেন, “ইরান ও ইরাককে অবশ্যই এই সাধারণ শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে, পরস্পরকে সমর্থন দিতে হবে এবং বিভাজন এড়িয়ে চলতে হবে।”
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইরান ও ইরাকের সম্পর্ক ভ্রাতৃসুলভ এবং ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনে গভীরভাবে সংযুক্ত।
তিনি বলেন, “আমরা ইরাক ও অন্যান্য ইসলামী দেশের সরকার ও জনগণকে আমাদের ভাই মনে করি এবং ইসলামী সমাজে ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ব বৃদ্ধির জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।”
আরবাইন উপলক্ষে ইরানি তীর্থযাত্রীদের প্রতি ইরাক সরকার ও জনগণের আতিথেয়তার প্রশংসা করে পেজেশকিয়ান বলেন, এ ক্ষেত্রে দুই দেশের সমন্বয় আরও বিস্তৃত সহযোগিতার ভিত্তি হয়ে উঠতে পারে—বিশেষ করে সীমান্তবাজার চালু, যৌথ বিনিয়োগ এবং শিক্ষাক্ষেত্রে বিনিময়ের মতো বিষয়ে।
অন্যদিকে, ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল আমির আল-শামারি ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির পক্ষ থেকে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “ইরানি জনগণ জায়নিস্ট শত্রুর বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।”
তিনি আরও জানান, আরবাইন উপলক্ষে লক্ষ লক্ষ তীর্থযাত্রীকে স্বাগত জানানোর জন্য ইরাকি সরকার পরিবহন, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তাসহ সব ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
আল-শামারি বলেন, “এই ধর্মীয় অনুষ্ঠানকে সফলভাবে সম্পন্ন করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি এবং শেষ তীর্থযাত্রী পর্যন্ত এ সমন্বয় অব্যাহত থাকবে।”
সূত্রঃ তাসনিম নিউজ এজেন্সি
ইমরান