ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

যেসব আমলে গোনাহ মাফ হয়: কোরআন-হাদিসের আলোকে ৭টি সহজ পথ

প্রকাশিত: ০৮:০০, ৯ জুলাই ২০২৫

যেসব আমলে গোনাহ মাফ হয়: কোরআন-হাদিসের আলোকে ৭টি সহজ পথ

ছবি: সংগৃহীত

ইসলামে বান্দা যেমন ফরজ ইবাদত দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, তেমনি কিছু নফল ও সুন্নত ইবাদত রয়েছে যা বান্দাকে আল্লাহর আরও নিকটবর্তী করে। এসব আমল গোনাহের বোঝা লাঘব করে এবং পূর্বের গোনাহ মাফের কারণ হয়ে দাঁড়ায়। যারা গোনাহের বোঝায় ভারাক্রান্ত হয়ে বিচলিত, তারা এই আমলগুলো আঁকড়ে ধরতে পারেন।

কোরআন ও হাদিসের আলোকে গোনাহ মাফ হয় এমন কিছু আমল নিচে উপস্থাপন করা হলো:

১. খাঁটি অন্তর থেকে ইস্তিগফার করা: ইস্তিগফার মানে আল্লাহর কাছে গোনাহের জন্য ক্ষমা চাওয়া। এটি যেকোনো সময়, যেকোনো জায়গায়, যেকোনো অবস্থায় করা যায়। কোরআনে বলা হয়েছে: ﴿وَمَن يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا﴾ ‘যে ব্যক্তি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে অতীব ক্ষমাশীল ও দয়ালুরূপে পায়।’ (সুরা নিসা, আয়াত : ১১০) হাদিসে বলা হয়েছে: «طُوبَى لِمَنْ وَجَدَ فِي صَحِيفَتِهِ اسْتِغْفَارًا كَثِيرًا» ‘সৌভাগ্যবান সে ব্যক্তি, যার আমলনামায় বিপুল পরিমাণ ইস্তিগফার থাকবে।’ (ইবনু মাজাহ, হাদিস: ৩৮১৮) বিশেষ টিপস: দিনে অন্তত ১০০ বার “أَسْتَغْفِرُ اللّٰهَ” পড়া।

২. ‘সুবহানাল্লাহ’, ‘আলহামদুলিল্লাহ’ ইত্যাদি যিকির বেশি বেশি করা: যিকির হলো হৃদয়ের শুদ্ধি, যার মাধ্যমে গোনাহ ঝরে পড়ে। হাদিসে বলা হয়েছে: «سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، تَحُطُّ الْخَطَايَا كَمَا يُحَطُّ وَرَقُ الشَّجَرِ» ‘সুবহানাল্লাহ’ ও ‘আলহামদুলিল্লাহ’ বললে গোনাহ এমনভাবে ঝরে পড়ে, যেমন গাছের পাতা ঝরে পড়ে।’ (মুসনাদ আহমাদ, হাদিস: ২১৩৯৮) সকাল-সন্ধ্যার যিকির বা মাসনূন দোয়াগুলোও গোনাহ মাফে সহায়ক।

৩. রাতের তাহাজ্জুদের নামাজ: তাহাজ্জুদ এমন এক নফল নামাজ, যা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী সময়ে আদায় হয়। এটি আত্মশুদ্ধি ও গোনাহ মোচনের দারুণ উপায়। কোরআনে বলা হয়েছে: ﴿وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ﴾ ‘আর তারা শেষ রাতে ইস্তিগফার করে।’ (সূরা যারিয়াত, আয়াত : ১৮) হাদিসে বলা হয়েছে: «أَقْرَبُ مَا يَكُونُ الرَّبُّ مِنَ الْعَبْدِ فِي جَوْفِ اللَّيْلِ الآخِرِ، فَإِنِ اسْتَطَعْتَ أَنْ تَكُونَ مِمَّنْ يَذْكُرُ اللَّهَ فِي تِلْكَ السَّاعَةِ فَكُنْ» ‘শেষ রাতের মধ্যভাগে আল্লাহ বান্দার সবচেয়ে নিকটবর্তী হন। তুমি যদি তখন আল্লাহর যিকির করতে পারো, তাহলে করো।’ (তিরমিযি, হাদিস: ৩৫৭৯)

৪. ‘আস্তাগফিরুল্লাহ’ ও ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বেশি বেশি বলা: এই সংক্ষিপ্ত শব্দ দুটির আখিরাতে প্রতিদান অত্যন্ত বড়। হাদিসে বলা হয়েছে: «إِنَّهُ لَيُغْفَرُ لِلرَّجُلِ وَمَا يُبَالِي، مَا لَمْ يُصِبْ دَمًا حَرَامًا» ‘এক ব্যক্তি যতই গোনাহে লিপ্ত থাকুক, যদি সে নিরপরাধের রক্ত না ঝরায়, আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন।’ (বুখারি, হাদিস: ৬৮৬৪) ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ হচ্ছে তাওহীদের মূল, যা তার নিজস্ব আলোতেই গোনাহ মুছে দেয়। হাদিসে বলা হয়েছে: «قُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ تُفْلِحُوا» ‘তোমরা বলো, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’—তবে সফল হবে।’ (মুসনাদ আহমাদ, হাদিস: ১৬৫৮৬)

৫. নফল রোজা রাখা (বিশেষ করে আরাফা ও আশুরা): নফল রোজা এমন আমল, যার সঙ্গে গোনাহ মোচনের সুসংবাদ জড়িত। হাদিসে বলা হয়েছে: ‘আরাফার রোজা বিগত ও আগত এক বছরের গোনাহ মোচনের মাধ্যম।’ ‘আশুরার রোজা গত বছরের গোনাহ মাফ করে দেয়।’ (মুসলিম, হাদিস: ১১৬২)

৬. কারো দোষ গোপন করা ও ক্ষমা করে দেওয়া: মানবিক গুণাবলির মধ্যেও এমন কিছু রয়েছে, যেগুলো দ্বারা আল্লাহ বান্দার গোনাহ ক্ষমা করে দেন। হাদিসে বলা হয়েছে: «مَن سَتَرَ مُسلِمًا، سَتَرَهُ اللَّهُ في الدُّنيا والآخرة» ‘যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন করে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষ গোপন করবেন।’ (মুসলিম, হাদিস: ২৫৯০) কোরআনে বলা হয়েছে: ﴿فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ﴾ ‘যে ব্যক্তি ক্ষমা করে ও মীমাংসা করে, তার প্রতিদান আল্লাহর উপর।’ (সুরা শূরা, আয়াত : ৪০)

৭. সাদাকা ও গোপনে সাহায্য করা: সাদাকা কেবল দারিদ্র্য বিমোচনের উপায় নয়, এটি আখেরাতের আগুন নিভানোর এক শক্তিশালী হাতিয়ার। হাদিসে বলা হয়েছে: «الصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ، كَمَا يُطْفِئُ الْمَاءُ النَّارَ» ‘সাদাকা গোনাহ নিভিয়ে দেয়, যেমন পানি আগুন নিভিয়ে দেয়।’ (তিরমিযি, হাদিস: ২৬১৬)

আল্লাহর করুণার দরজা খোলা, তাঁর দয়া সীমাহীন। বান্দা যতবারই গোনাহ করুক না কেন, যদি সে আন্তরিকভাবে নফল ও সুন্নত আমলের দিকে ফিরে আসে, আল্লাহ তা মাফ করে দিতে প্রস্তুত থাকেন। আল্লাহ বলেন: ﴿إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ﴾ ‘নিশ্চয়ই তোমার রব্ অবারিত ক্ষমাশীল।’ (সুরা আন-নাজম, আয়াত :৩২)

মহান আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে নফল ইবাদতে মনোনিবেশ করার তাওফিক দান করুন।

সাব্বির

×