
গোপালগঞ্জে এনসিপি’র পদযাত্রা ঘিরে হামলার বিষয়ে কোন গোয়েন্দা তথ্য ছিলনা। যতটুকু তথ্য ছিল সে অনুযায়ী প্রস্ততি ছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ এসব কথা বলেন।
এনসিপি বলছে হামলা চালিয়েছে আওয়ামী লীগ; তবে প্রশাসন থেকে কেন দুষ্কৃতিকারী বলা হচ্ছে - এমন প্রশ্নের উত্তরে বিভাগীয় কমিশনার বলেন, এনসিপি বলেছে সেটি এনসিপি’র বিষয়। আইনের দৃষ্টিতে যারা আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটায় তাদেরকে আমরা দুষ্কৃতকারী বলি। এজন্যই আমরা দুষ্কৃতকারী বলছি। সে কোন দলের সাথে যুক্ত থাকতেই পারে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বৃহষ্পতিবার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য কারফিউ সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে। তবে শুক্রবার জুম্মার নামাজের জন্য সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এর আগে বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গোপালগঞ্জে ২৪ ঘন্টা কারফিউ জারি ছিল। সারাদিন তেমন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনতার সংঘর্ষে অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছে। ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক, সহকারি কমিশনার রাসেল মুন্সী, প্রমূখ উপস্থিত ছিলেন।
রাজু