
ছবি: জনকণ্ঠ
অবশেষে প্রায় চার হাজার একর কৃষি জমির তিন দশকের জলাবদ্ধতার অবসান হলো। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরিবুনিয়া, চাকামইয়া ও শান্তিপুর গ্রামসহ আশপাশের এলাকায় প্রভাবশালী একাধিক মহল অসংখ্য বাঁধ দিয়ে মাছের ঘের তৈরি করে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি করে আসছিল। এতে কয়েক শতাধিক কৃষক পরিবার চাষাবাদে চরম সংকটে পড়ে।
বৃহস্পতিবার (১৭ জুলাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক নিজ উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ কার্যক্রম শুরু করেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ২৫টি বাঁধ অপসারণ করা হয়।
স্থানীয় কৃষক মাহমুদুল হাসান (৩৮) বলেন, “আমরা গত ৩০ বছর ধরে এই ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছি। এখন যেন মুক্তি মিললো।”
ইয়াসীন সাদেক জানান, “কয়েক শতাধিক কৃষক পরিবারকে জিম্মি করে কয়েকটি প্রভাবশালী মহল খালের প্রবাহ আটকে মাছ চাষ করছিল। কৃষকদের শত অনুরোধেও জলাবদ্ধতার অবসান হয়নি। আজ তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে।”
শহীদ