
ছবি: সংগৃহীত
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনায় তিনি যতদূর দেখেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি মোকাবেলায় ইতিবাচক ও কার্যকর ভূমিকা পালন করেছে। বাহিনী সেখান থেকে সবাইকে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি, যেসব দুর্বৃত্ত এই হামলার সঙ্গে জড়িত, যারা সশস্ত্রভাবে হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলমান রয়েছে এবং তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই দোষীদের গ্রেফতার করা হবে।
তিনি আরও বলেন, গোপালগঞ্জের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং একেবারেই অনাকাঙ্ক্ষিত। তবে আইনশৃঙ্খলা বাহিনী পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছে এবং তাদের কর্মকাণ্ড নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত ‘যুব উদ্যোক্তা: বিনিয়োগ, নীতি ও ইকোসিস্টেম’ বিষয়ক এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ আরও বলেন, বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয়। আমরা চাই দেশে যেন শান্তিপূর্ণ সভা-সমাবেশ চলমান থাকে। যারা হামলার সঙ্গে সরাসরি যুক্ত, তাদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও তিনি জানান।
শিহাব