ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

কয়েকটি জেলা থেকে সন্ত্রাসী ভাড়া এনে গোপালগঞ্জে এনসিপি’র নেতাদের উপর হামলা চালানো হয়েছে: ড. আসাদুজ্জামান রিপন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর

প্রকাশিত: ১৯:৫৮, ১৭ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৫৯, ১৭ জুলাই ২০২৫

কয়েকটি জেলা থেকে সন্ত্রাসী ভাড়া এনে গোপালগঞ্জে এনসিপি’র নেতাদের উপর হামলা চালানো হয়েছে: ড. আসাদুজ্জামান রিপন

"কয়েকটি জেলা থেকে সন্ত্রাসী ভাড়া করে গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে। যে ছেলেরা প্রতিবাদ করতে গোপালগঞ্জে গিয়েছিল, সেই এনসিপির উপর হামলার ঘটনা ঘটেছে। এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না" বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের শিবচরের মাদবরেরচর এলাকায় উপজেলা বিএনপি সাবেক সভাপতি নাজমুল হুদা মিঠু চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আসাদুজ্জামান রিপন বলেন, "আওয়ামী লীগ বিশৃঙ্খলা করে গোপালগঞ্জে হানাহানির ঘটনা ঘটিয়েছে। এর মধ্য দিয়ে জানানোর চেষ্টা করেছে আওয়ামী লীগ মরে নাই। ২০৪১ সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল। মনে করেছিল তারা মরে নাই। কিন্তু আওয়ামী লীগ মরে ভূত হয়ে গেছে অনেক আগেই।"

কেন্দ্রীয় বিএনপির এই নেতা আরও বলেন, "শেখ হাসিনা মনে করেছিল জিন্দেগিতেও তাকে ক্ষমতা ছাড়তে হবে না। এজন্য আইন-আদালত, পুলিশ-প্রশাসন তার কথামতো চলতো। গত ৫ আগস্ট পরিবর্তনের মধ্য দিয়ে দেশ থেকে ফ্যাসিবাদ দূর হয়েছে। শেখ হাসিনার দেশত্যাগের পর প্রশাসনের ঘুম ভেঙেছে। আওয়ামী লীগ বিগতদিনে যে অপকর্ম করেছে, তাতে আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসার সুযোগ নেই। আওয়ামী লীগের নেতারা কখনই এই ক্ষমতার স্বাদ আর পাবে না।"

মাদারীপুর জেলা বিএনপির সদস্য নাদিরা মিঠু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, সৈয়দ সেলিমুজ্জামান সেলিম, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর জেলা বিএনপি আহ্বায়ক এড. জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, সহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

আফরোজা

×