
ছবি: সংগৃহীত
'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে আগামী ৫ আগস্ট সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির দিনে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, সরকার ও মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে স্বীকৃত এবং সে অনুযায়ী দেশের সকল তফসিলি ব্যাংকও ছুটির আওতায় থাকবে। অর্থাৎ, ৫ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে।
এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সবাইকে আগেভাগে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে এবং আর্থিক লেনদেনের পরিকল্পনা যথাসময়ে সেরে ফেলতে অনুরোধ করেছে।
শিহাব