
ছবি: সংগৃহীত।
বর্তমানে দেশের লাখো তরুণ-তরুণী স্বপ্ন দেখছে স্বাবলম্বী হওয়ার, কিন্তু চাকরির বাজারে প্রতিযোগিতা ও সীমিত সুযোগ অনেকের পথ রুদ্ধ করে দিচ্ছে। এমন পরিস্থিতিতে অল্প পুঁজিতে লাভজনক ব্যবসাই হতে পারে একমাত্র মুক্তির পথ। বিশেষ করে যেসব ব্যবসা অল্প পরিশ্রমে শুরু করা যায় এবং দ্রুত আয় এনে দিতে পারে।
নিচে এমনই তিনটি ব্যবসার কথা তুলে ধরা হলো, যেগুলো ইতোমধ্যে দেশে অনেকেই সফলভাবে চালু করে মাসে লাখ টাকার বেশি আয় করছেন।
১. লাইভ বেকারি ব্যবসা
এই ব্যবসার ধারণা হলো দোকানের সামনেই সরাসরি কেক, বিস্কুট, রুটি বানানো—যাতে ক্রেতা নিজের চোখে দেখে খাবার কিনতে পারে। ঢাকায় শুরু হলেও এখন সারা দেশে লাইভ বেকারির চাহিদা বাড়ছে।
মাত্র ২-৫ লাখ টাকায় লাইভ বেকারি চালু করা সম্ভব। চাইলে পার্টনারশিপেও করা যায়। প্রতিদিন ৫-৬ হাজার টাকা পর্যন্ত লাভ করা সম্ভব, অর্থাৎ মাসে ১.৫-২ লাখ টাকা আয় হতে পারে।
২. মাছ ফেরি ব্যবসা (মুদারাবা ভিত্তিক)
মাত্র ২০ হাজার টাকা বিনিয়োগ করে বড় আড়ত থেকে মাছ কিনে দুজন কর্মীকে দিয়ে ভ্যানে করে বিক্রি করানো যায়। মুনাফা ভাগাভাগির মাধ্যমে ইসলামী “মুদারাবা” পদ্ধতিতে এ ব্যবসা করা যায়।
প্রতিদিন ৪ হাজার টাকার মতো লাভ করা সম্ভব। শহরের মানুষ সময় বাঁচাতে এই সেবা থেকে মাছ কিনতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।
৩. ভ্যানে করে গজা ও নিমকি বিক্রি
এই ব্যবসা শহর ও গ্রাম উভয় জায়গায় জনপ্রিয়। একজন উদ্যোক্তা চাইলে মাত্র ৩০ হাজার টাকা পুঁজি নিয়ে ২টি ভ্যান ও একজন কারিগর দিয়ে শুরু করতে পারেন।
একটি সফল উদাহরণ—‘কোভিদ ভাই’ নামের এক উদ্যোক্তা, যিনি ১২টি ভ্যান দিয়ে দিনে ৬,০০০ টাকা পর্যন্ত লাভ করছেন। প্যাকেটজাত করে বড় দোকানে সরবরাহের মাধ্যমেও আয় বাড়ানো সম্ভব।
এই তিনটি ব্যবসারই বৈশিষ্ট্য হলো, অল্প পুঁজিতে শুরু করা সম্ভব, পরিশ্রম তুলনামূলকভাবে কম, এবং লাভজনক। তবে সফলতা নির্ভর করবে পরিকল্পনা, মেধা ও নিষ্ঠার ওপর।
নুসরাত