ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

ট্রাম্পের প্রতিশ্রুতি ভুয়া, এপস্টিন লিস্ট নিয়ে সমর্থকদের গর্জন

প্রকাশিত: ১৭:০৮, ১৭ জুলাই ২০২৫

ট্রাম্পের প্রতিশ্রুতি ভুয়া, এপস্টিন লিস্ট নিয়ে সমর্থকদের গর্জন

ছবি: সংগৃহীত

পেনসিলভানিয়ার ওয়েস্ট পিটস্টনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটি অনুষ্ঠানে বক্তব্য দেন। সেখানে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি আইন পাশকে "বিগ বিউটিফুল বিল" হিসেবে তুলে ধরেন তিনি। কিন্তু তার বক্তব্য চলাকালেই উপস্থিত জনগণের একটি অংশ অন্য একটি বিষয় নিয়েই উদ্বেগ প্রকাশ করে।

একটি সাইনবোর্ডে লেখা ছিল: "WHERE IS THE LIST???" —এটি ছিল বিতর্কিত ব্যবসায়ী ও যৌন অপরাধী জেফরি এপস্টিন সংক্রান্ত কথিত ক্লায়েন্ট লিস্টের প্রতি ইঙ্গিত। দীর্ঘদিন ধরে এ লিস্ট প্রকাশের দাবি জানিয়ে আসছেন ট্রাম্পপন্থীরা।

যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছে, এমন কোনো "ক্লায়েন্ট লিস্ট" তাদের কাছে নেই, বা এ ধরনের প্রমাণ পাওয়া যায়নি। এ ঘোষণায় ট্রাম্পের বহু সমর্থক ক্ষোভ প্রকাশ করছেন।

৭২ বছর বয়সী ম্যাগা সমর্থক এড ডেলুকা বলেন, "যখন সময় হবে, ট্রাম্প নিজেই লিস্ট প্রকাশ করবেন।" তার বিশ্বাস, এটি ট্রাম্পের অন্য প্রতিশ্রুতির মতোই বাস্তবায়ন হবে।

অন্যদিকে কিছু ট্রাম্প সমর্থক ক্ষোভে ফেটে পড়েছেন। তারা অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি, এফবিআই পরিচালক কাশ প্যাটেল ও ডেপুটি ড্যান বংগিনোর অপসারণের দাবি তুলেছেন।

স্থানীয় এক ট্রাকচালক স্টিভেন টেইলর বলেন, "আমরাই তো তাকে ক্ষমতায় এনেছি, এখন আমাদের দাবির জবাব চাই। আমরা ন্যায্যতা চাই, জবাবদিহিতা চাই।"

তবে অন্য অনেকে এখনো ট্রাম্পের উপর আস্থা রাখছেন। ডেলুকা বলেন, "এটা আসবেই। আমাদের একটু অপেক্ষা করতে হবে।"

ট্রাম্প এক পোস্টে দাবি করেন, "জেফরি এপস্টিন ফাইল" একটি ডেমোক্রেটিক ষড়যন্ত্র, এবং তার কিছু সাবেক সমর্থকও এই ‘ভুয়া গল্পে’ বিশ্বাস করে ফেলেছেন।

ট্রাম্পপন্থীদের মধ্যে এ ইস্যুতে মতবিরোধ দেখা দিলেও অনেকে এখনো তার অভ্যন্তরীণ প্রশাসনকে “জাস্টিস লিগ” বলে অভিহিত করছেন, যাদের ছাড়া ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়।

আবির

আরো পড়ুন  

×