ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

এফডিআর, সোনা না শেয়ারবাজার? টাকা কোথায় রাখলে সবচেয়ে বেশি লাভ?

প্রকাশিত: ১১:১৬, ১৭ জুলাই ২০২৫

এফডিআর, সোনা না শেয়ারবাজার? টাকা কোথায় রাখলে সবচেয়ে বেশি লাভ?

ছবি: সংগৃহীত।

বর্তমানে বাংলাদেশে অনেকেই নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করতে সঞ্চয়ের চেয়ে বিনিয়োগকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে প্রশ্ন হলো, মাত্র ১ লাখ টাকা থাকলে সেটি কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে ভালো রিটার্ন পাওয়া যাবে?

শুধু সঞ্চয় নয়, সঠিক জায়গায় বিনিয়োগই পারে আপনার অর্থের প্রকৃত মূল্য বজায় রাখতে। কারণ বাংলাদেশে বর্তমানে মুদ্রাস্ফীতির হার ৯–১০%। অর্থাৎ, আজকের এক লাখ টাকা আগামী বছরে ৯০ হাজার টাকার মতো ক্রয়ক্ষমতা রাখবে। তাই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বুঝে নেওয়া জরুরি।

সম্ভাব্য কিছু জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম:

১. এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিপ্ট):

সবচেয়ে নিরাপদ ধরণের বিনিয়োগ হলেও রিটার্ন তুলনামূলক কম। এক লাখ টাকা রাখলে ৮–৯% সুদ পাওয়া যায়, তবে সরকার ১৫% উৎসে কর কেটে নেয়। ফলে হাতে থাকে প্রায় ৭,০০০–৭,৫০০ টাকা, যা মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারে না।

২. সঞ্চয়পত্র ও ট্রেজারি বিল:

সরকারি মাধ্যম, মধ্যমেয়াদে ভালো রিটার্ন পাওয়া যায়। তবে কিছুটা প্রক্রিয়াগত জটিলতা থাকে।

৩. স্বর্ণ ও রূপা:

দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দিলেও তরল সম্পদ হিসেবে এটি ততটা সুবিধাজনক নয়। অলংকারের ক্ষেত্রে বিক্রির সময় ডিপ্রিশিয়েশন হয়। বার্ষিক গড় রিটার্ন ১১–১২%।

৪. জমিতে বিনিয়োগ:

সঠিক জায়গায় হলে রিটার্ন খুব ভালো। তবে জমি কেনা জটিল, ঝুঁকিপূর্ণ, এবং প্রাথমিক পুঁজির প্রয়োজন বেশি।

৫. শেয়ারবাজার:

সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র হলেও সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে শেয়ারবাজার সম্পর্কে ভালো জ্ঞান থাকা জরুরি। শুরুর জন্য মিউচুয়াল ফান্ড বা এসআইপি ভালো অপশন হতে পারে।

মূল কথা:

কোথায় বিনিয়োগ করবেন, সেটির থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো—কিভাবে বিনিয়োগ করবেন। আর্থিক শিক্ষা ও সচেতনতার সঙ্গে সঠিক প্ল্যাটফর্মে বিনিয়োগ করলেই আপনার ১ লাখ টাকা হতে পারে ভবিষ্যতের বড় মূলধন।

নুসরাত

×