
ছবি: সংগৃহীত
টেস্ট ও ওয়ানডে সিরিজের হারের পর আত্মবিশ্বাস ফেরানোর লক্ষ্য নিয়ে আজ পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। এই সফরে এখনো কোনো সিরিজ জয়ের দেখা পায়নি টাইগাররা।
এবারের শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব ছিল স্পষ্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটি ড্র হলেও দ্বিতীয়টিতে হেরে ১-০ ব্যবধানে সিরিজ খোয়ায় টাইগাররা। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ব্যাটে-বলে ছন্দহীনতা দেখা যায়, যার ফলস্বরূপ ২-১ ব্যবধানে সিরিজ হাতছাড়া হয়। তাই টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের জন্য কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।
এই সিরিজে বাংলাদেশের নেতৃত্বে এসেছে পরিবর্তন। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে নাজমুল হোসেন শান্ত দুই ফরম্যাটের অধিনায়ক ছিলেন। তবে সফরের আগেই তাকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে মেহেদী হাসান মিরাজের কাঁধে দায়িত্ব দেওয়া হয়। টেস্ট সিরিজ শেষে শান্ত টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দেন। এরপর টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। টেস্ট দলের পরবর্তী অধিনায়ক এখনো নির্ধারিত হয়নি। নেতৃত্বের এই অস্থিরতা মাঠের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকে।
যদিও শ্রীলঙ্কার কন্ডিশনে বাংলাদেশ বরাবরই ধুঁকেছে, তবু ফরম্যাট পরিবর্তনের ফলে দলটি নতুনরূপে ফিরতে পারে বলে প্রত্যাশা করছেন সমর্থকরা। বিশেষ করে, বিগত ম্যাচগুলোতে যে ব্যাটিং ব্যর্থতা দেখা গেছে, টি-টোয়েন্টিতে সেই ভূত না জাগালে বাংলাদেশ সিরিজে ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। অন্যদিকে, আগের দুই ফরম্যাটে হারের পর টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসের জন্যও এটি একটি বড় পরীক্ষা। তার আগ্রাসী মেজাজ এবং ক্রিকেটীয় বোঝাপড়া দলকে সঠিক পথে নিয়ে যেতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।
সাব্বির