ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা আতঙ্ক: প্রেমিকা নিয়ে চলে যাচ্ছিল স্বামী, যাওয়া ঠেকাতে বোমার গুজব, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২১, ১২ জুলাই ২০২৫; আপডেট: ১৩:২২, ১২ জুলাই ২০২৫

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা আতঙ্ক: প্রেমিকা নিয়ে চলে যাচ্ছিল স্বামী, যাওয়া ঠেকাতে বোমার গুজব, গ্রেফতার ৩

ছবি: সংগৃহীত

স্বামী প্রেমিকা নিয়ে পালিয়ে যাচ্ছিল কাঠমান্ডুতে। তার যাওয়া ঠেকাতে বিমানে বোমা আছে মিথ্যা তথ্য দিয়েছিল স্ত্রী। আর তাতে তোলপাড় সৃষ্টি হয়। তবে শেষ রক্ষা হয় নি। স্বামী প্রেমিকা নিয়ে চলে যায় কাঠমান্ডুতে।
এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে বোমা সংক্রান্ত গুজব ছড়ানোর অভিযোগে উত্তরা ও দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে র‍্যাব ও সেনাবাহিনীর একটি যৌথ দল।

শনিবার বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান।

আবির

×