
ছবি: সংগৃহীত
আশুলিয়ায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের ভিতর থেকে বায়জিদ ইসলাম (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এসআই আকরাম।
এর আগে শুক্রবার গভীর রাতে আশুলিয়ার জিরানীর কোনাপাড়া পুকুরপাড় এলাকায় বিকেএসপি পাবলিক স্কুলের শিক্ষিকা নাসরিন খানমের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকির ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বায়জিদ ইসলাম একই এলাকার রোজেল মিঞার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে বায়জিদ ইসলাম নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই স্কুল শিক্ষিকার নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকির ভেতরে লাশ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে শিশু বায়জিদের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
শিশুটির বাবা রোজেল মিঞা অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তার শিশু সন্তানকে হত্যা করে লাশ গুম করার জন্য সেপটিক ট্যাংকের ভিতরে ফেলে গেছে।
আশুলিয়া থানার এসআই আকরাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
নোভা