ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

জনসংখ্যা ৮শ কোটি থেকে কমে হয়ে যাবে ১০ কোটি!

প্রকাশিত: ১৮:১৭, ৯ জুলাই ২০২৫

জনসংখ্যা ৮শ কোটি থেকে কমে হয়ে যাবে ১০ কোটি!

ছবি: সংগৃহীত।

দ্রুতগতিতে বিকাশমান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একসময় মানবসভ্যতার অস্তিত্বই বিলুপ্তির দিকে ঠেলে দিতে পারে—এমনই ভয়ংকর পূর্বাভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কম্পিউটার বিজ্ঞানী।

ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক সুবাশ কাক মনে করছেন, ভবিষ্যতে মানুষের কর্মসংস্থানের অভাব এবং জন্মহারের ব্যাপক পতনের কারণে ২৩০০ সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা নেমে যেতে পারে মাত্র ১০ কোটিতে। যেখানে বর্তমানে পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় ৮০০ কোটির কাছাকাছি।

অধ্যাপক কাকের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের প্রচলিত চাকরিগুলো দখল করে নেবে। সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে দৈনন্দিন ঘরের কাজ—সবই এআই প্রযুক্তির হাতে চলে যাবে। ফলে মানুষের কর্মসংস্থান হ্রাস পাবে ব্যাপক হারে।

এই পরিস্থিতিতে মানুষ সন্তান নিতে অনিচ্ছুক হয়ে পড়বে, কারণ— সন্তান পালনের খরচ বাড়বে, ভবিষ্যতের অনিশ্চয়তা বাড়বে, কর্মসংস্থানের সম্ভাবনা কমে যাবে।

এই কারণে বিশ্বজুড়েই জন্মহার হ্রাস পাবে। ইউরোপ, জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ায় এর প্রভাব ইতিমধ্যে লক্ষণীয়ভাবে দেখা যাচ্ছে।

‘দ্য এইজ অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বইয়ের লেখক সুবাশ কাক বলেন, "রোবট বা কম্পিউটার কখনোই সচেতন হবে না, তবে তারা আমাদের প্রায় সব কাজই করে ফেলবে।"

তার মতে, এই প্রযুক্তি সামাজিক কাঠামোকে ধ্বংস করে দেবে। ধীরে ধীরে শহরগুলো হয়ে উঠবে জনমানবহীন ‘ঘোস্ট সিটি’। নিউইয়র্ক বা লন্ডনের মতো বিশাল মহানগরীগুলোও হয়তো মানুষশূন্য হয়ে পড়বে।

এআই ও জন্মহারের পতন—এই দুইয়ের সম্মিলিত ধাক্কায় মানবসভ্যতা ভয়ানক বিপর্যয়ের মুখে পড়তে পারে। এমন আশঙ্কা শুধু অধ্যাপক কাক নন, একই ধরনের মত দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কও।

মাস্ক দীর্ঘদিন ধরেই এই বিষয়ে সতর্ক করে আসছেন। তাঁর মতে, ভবিষ্যতের অনিশ্চয়তা এবং প্রযুক্তির অনিয়ন্ত্রিত অগ্রগতি মানবজাতিকে বিলুপ্তির দিকে ঠেলে দিতে পারে।

অধ্যাপক কাক বলেন, "মানুষ একেবারে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে কি না, সেটা নিশ্চিত করে বলা যায় না। যেকোনো সময় নতুন কোনো ভাইরাস, রোগ বা কৃত্রিমভাবে সৃষ্ট মহামারি গোটা মানবজাতিকে ধ্বংস করে দিতে পারে।"

এই কারণেই ইলন মাস্ক চান, মানুষ যেন মহাকাশে নতুন উপনিবেশ গড়ে তোলে। যেন পৃথিবীতে যদি কোনো বিপর্যয় আসে, তাহলে মানবজাতিকে পুনরায় শুরু করার সুযোগ থাকে অন্য কোথাও।

সবকিছু যেন একেকটি বৈজ্ঞানিক কল্পকাহিনির মতো শোনালেও অধ্যাপক কাক মনে করেন, “এটা ভবিষ্যতের পূর্বাভাস নয়, বরং চলমান বাস্তবতা। জনসংখ্যা হ্রাস আমরা এখনই দেখতে পাচ্ছি।”

তথ্যসূত্র: https://www.youtube.com/watch?v=GiNGTjLJthc

সায়মা ইসলাম

×