ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আইইএলটিএস/টোফেল ছাড়াই আমেরিকার ১৩টি বিশ্ববিদ্যালয় দিচ্ছে ভর্তির সুযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭:৫৮, ১০ জুলাই ২০২৫

আইইএলটিএস/টোফেল ছাড়াই আমেরিকার ১৩টি বিশ্ববিদ্যালয় দিচ্ছে ভর্তির সুযোগ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নেওয়ার বড় এক বাধা হচ্ছে ইংরেজি দক্ষতা যাচাই পরীক্ষাগুলো, বিশেষ করে IELTSTOEFL। তবে বর্তমানে অনেক মার্কিন বিশ্ববিদ্যালয় এসব পরীক্ষার বিকল্প সুযোগ দিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দরজা খুলে দিচ্ছে।

এখানে আমরা এমন ১৩টি বিশ্ববিদ্যালয়ের তথ্য তুলে ধরছি, যেখানে IELTS বা TOEFL ছাড়াও আপনি পড়াশোনার সুযোগ পেতে পারেন।

১. University of Dayton (ওহাইও)

এই বিশ্ববিদ্যালয় একাডেমিকভাবে যোগ্য শিক্ষার্থীদের IELTS ছাড়াই ভর্তির সুযোগ দেয়।
বিকল্প:

  • Intensive English Program

  • Duolingo English Test

  • Pearson Test of English (PTE)

২. University of Colorado Boulder

যদি আপনি ইংরেজিভাষী দেশে দুই বছর বা যুক্তরাষ্ট্রে এক বছর পড়াশোনা করে থাকেন, তবে IELTS প্রয়োজন নেই।
বিকল্প:

  • Duolingo English Test

  • পূর্ববর্তী ইংরেজি মাধ্যম শিক্ষা

৩. Drexel University

এই বিশ্ববিদ্যালয়ে University Preparation Summer Program বা Foundation Program সফলভাবে শেষ করলেই ভর্তি সম্ভব।
বিকল্প:

  • Duolingo

  • English Prep Test

  • পূর্বে যুক্তরাষ্ট্রে ১ বছর পড়াশোনা (মাস্টার্স প্রোগ্রামের জন্য)

৪. University of Iowa

যারা ইংরেজি মাধ্যম শিক্ষা পেয়েছেন, তাদের IELTS লাগবে না।
বিকল্প:

  • On-campus English Proficiency Evaluation (EPE)

  • Intensive English Program (IIEP)

৫. California State University, Los Angeles

পূর্বে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলে TOEFL বা IELTS লাগবে না।
বিকল্প:

  • CSU-approved ESL program

  • Pearson Test of English Academic (PTE)

৬. University of New Orleans (UNO)

যদি আপনি ইংরেজিতে অন্তত দুই বছর পড়াশোনা করে থাকেন, তবে IELTS ছাড়াই ভর্তি হতে পারেন।
বিকল্প:

  • Intensive English Language Program (IELP)

  • English Language for Internationals (ELI) test

৭. Rice University

এই শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পূর্বে ইংরেজি মাধ্যমে ডিগ্রি থাকলে IELTS/TOEFL ছাড়ার আবেদন করা যায়।
বিকল্প:

  • Duolingo English Test

  • আবেদনপত্রে ইংরেজি শিক্ষা প্রমাণ

৮. University of Delaware

যারা একাডেমিকভাবে যোগ্য কিন্তু ইংরেজি পরীক্ষায় পিছিয়ে, তারা Conditional Admission Program (CAP)-এর মাধ্যমে ভর্তি হতে পারেন।
বিকল্প:

  • ইংরেজি কোর্স শেষ করে মূল প্রোগ্রামে ভর্তি

৯. State University of New York (SUNY)

TOEFL/IELTS না থাকলেও Intensive English Program সফলভাবে শেষ করলে ভর্তি মেলে।
বিকল্প:

  • Duolingo

  • PTE Academic

  • English Pathway Program

১০. University of Missouri

IELTS/TOEFL ছাড়াও বিকল্প প্রমাণ দিলে ভর্তি পাওয়া যায়।
বিকল্প:

  • Duolingo

  • ইংরেজি মাধ্যমে পূর্ববর্তী শিক্ষা

  • নিজস্ব ইংরেজি ট্রেনিং প্রোগ্রাম

১১. University of North Alabama

এই বিশ্ববিদ্যালয়ে ESL প্রোগ্রাম সম্পন্ন করলেই TOEFL/IELTS ছাড়াই ভর্তি হতে পারবেন।
বিকল্প:

  • Duolingo

  • অন্যান্য ভাষা দক্ষতার প্রমাণপত্র

১২. University of Arkansas

এই বিশ্ববিদ্যালয়ে Spring International Language Center (SILC)-এর মাধ্যমে ভর্তি সম্ভব।
বিকল্প:

  • IELP সম্পন্ন করলেই একাডেমিক ক্লাসে যোগ দেওয়া যায়

১৩. Northwood University

IELTS ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তি হওয়া যায়।
বিকল্প:

  • EIKEN

  • Cambridge English Test

  • PTE Academic

  • English Language Studies (ELS) প্রোগ্রাম

IELTS বা TOEFL পরীক্ষা না দিয়েও এখন অনেক ভালো মানের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। তবে আবেদনের আগে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা অ্যাডমিশন অফিসে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিতে হবে।

মুমু ২

×