ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

জিপিএ-৫ পাওয়া রুশনি চায় গরিবের চিকিৎসক হতে

মোঃ শাহীন আলম, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কুড়িগ্রাম 

প্রকাশিত: ০০:২৩, ১২ জুলাই ২০২৫

জিপিএ-৫ পাওয়া রুশনি চায় গরিবের চিকিৎসক হতে

কুড়িগ্রামের উলিপুর উপজেলার যমুনা বকশী গ্রামের মেয়ে রুশনি আক্তার—দারিদ্র্যের আঁধারে জন্ম নিয়েও যিনি স্বপ্ন দেখেন আলোর। পারিবারিক অনটন, অসুস্থ পিতা, অর্থনৈতিক সংকট—কোনো কিছুই থামাতে পারেনি তার অদম্য অগ্রযাত্রা।

রুশনি সদ্য সমাপ্ত এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করেছেন। তিনি এখন উচ্চমাধ্যমিক পর্যায়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এই অর্জন সহজে আসেনি। দিনমজুর বাবা রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরেই অসুস্থ। পরিবারের আয়ের প্রধান ভরসা মা, যিনি অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। পাশাপাশি হাঁস-মুরগি পালন করে মেয়ের পড়াশোনার খরচ চালানোর চেষ্টা করেন।

রুশনির চোখে একটিই স্বপ্ন—মেডিকেলে পড়ে চিকিৎসক হওয়া এবং গ্রামের গরিব মানুষদের সেবা করা। তিনি বলেন, “আমি চাই গরিব মানুষের পাশে দাঁড়াতে। মেডিকেলে পড়ে তাদের বিনামূল্যে চিকিৎসা দিতে চাই।”

মা বলেন, “অভাব থাকলেও কখনো মেয়ের পড়াশোনায় ছেদ পড়তে দিইনি। রুশনি যেন তার স্বপ্ন পূরণ করতে পারে, এটাই আমার কামনা।” তবে এখন রুশনির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভালো কলেজে ভর্তি হওয়া ও ভবিষ্যতের শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করা।

স্থানীয়রা বলছেন, রুশনির মতো মেধাবী ও সংগ্রামী শিক্ষার্থীর পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। কারণ একজন রুশনির স্বপ্ন সফল হলে বদলে যেতে পারে একটি পরিবার, এমনকি একটি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম।আশা করা যায়, সমাজের হৃদয়বান ব্যক্তিরা রুশনির পাশে দাঁড়াবেন। কারণ স্বপ্ন তখনই সুন্দর, যখন তা বাস্তবায়নের পথে সহমর্মিতা থাকে।

আঁখি

×