ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

টানা কতদিন চলবে ঝড়-বৃষ্টি? যা জানালো আবহাওয়া অফিস

প্রকাশিত: ১৮:৫৭, ৯ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৫৮, ৯ জুলাই ২০২৫

টানা কতদিন চলবে ঝড়-বৃষ্টি? যা জানালো আবহাওয়া অফিস

ছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থেকেই একটানা বৃষ্টি চলছে। অফিস ও স্কুলগামী মানুষ ভোগান্তিতে পড়লেও আবহাওয়া অফিস জানাচ্ছে—এই ঝড়-বৃষ্টির প্রবণতা আরও কয়েক দিন থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এ কারণে আগামী ১২০ ঘণ্টা (পাঁচ দিন) সারাদেশেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে; সঙ্গে প্রশমিত হলেও বজ্রসহ বৃষ্টি হবে। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমী অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্র ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হওয়ায় বৃষ্টির পরিমাণ বেড়েছে।

আবহাওয়াবিদরা বলেন, সাম্প্রতিক এই বৃষ্টিপাত স্বস্তি দিলেও জলাবদ্ধতা ও যানজটের ভোগান্তি বাড়িয়েছে। বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে নদীপথে চলাচলরত নৌযান এবং উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

কবে থামবে বৃষ্টি?

আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রঝড় কমপক্ষে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে ৯ জুলাইয়ের পর ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা কমতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=kmmgUiHulAk

রাকিব

×