
ছবি: সংগৃহীত
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকারের স্বাস্থ্য সহায়তা তহবিল কমানোর ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, এই সহায়তা কমিয়ে দিলে শিশু এবং বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়বে। তবে টেসলার সিইও এলন মাস্ক এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন এবং বলেছেন, “বিল গেটসের আসল অস্বস্তির কারণ হলো তাঁর প্রতিষ্ঠান আর মার্কিন জনগণের করের টাকা পাচ্ছে না।”
বিল গেটস এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে একটি পোস্টে লেখেন, “যুক্তরাষ্ট্রের সহায়তা কমানোর ফলে ইতোমধ্যেই বহু প্রাণহানি ঘটেছে। সহায়তা পুরোপুরি বন্ধ হলে ২০২৯ সালের মধ্যে আরও ৪.২ মিলিয়ন মানুষ মারা যেতে পারে, বিশেষ করে এইচআইভি আক্রান্তদের মধ্যে।”
যদিও গেটস তাঁর পোস্টে এলন মাস্কের নাম নেননি, তবে মাস্ক সরাসরি প্রতিক্রিয়া জানান। এক্স-এ জন হকিন্স নামক এক ব্যবহারকারী গেটসকে উদ্দেশ্য করে লেখেন: “তুমি নিজেই তো ১১৭ বিলিয়ন ডলারের মালিক। যদি মনে করো সহায়তা কাটা প্রাণ নেবে, তাহলে নিজের টাকায় সেটা পূরণ করো।” মাস্ক এই মন্তব্যের জবাবে লেখেন: “ঠিক বলেছ।” এরপর আরও যোগ করেন: “বিল গেটসের আসল অখুশি হবার কারণ হলো—তাঁর প্রতিষ্ঠান এখন আর বিলিয়ন বিলিয়ন ডলার মার্কিন তহবিল পাচ্ছে না।”
এটি প্রথমবার নয় যখন এলন মাস্ক বিল গেটসকে নিয়ে কটাক্ষ করলেন। গত বছর ডিসেম্বরে মাস্ক মন্তব্য করেছিলেন, “টেসলা যদি বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়, তবে গেটস দেউলিয়া হয়ে যেতে পারেন।” মাস্কের দাবি অনুযায়ী, গেটস এক সময় টেসলা স্টকের বিপক্ষে একটি ‘শর্ট পজিশন’ নিয়েছিলেন, যার ফলে তাঁর প্রায় ১.৫ বিলিয়ন ডলার ক্ষতি হয়।
উল্লেখ্য, ‘শর্ট পজিশন’ একটি স্টক মার্কেট কৌশল, যেখানে একজন বিনিয়োগকারী কোনো স্টক ধার নিয়ে তা বিক্রি করেন, এবং পরে সেই স্টকটি কম দামে কিনে মুনাফা করার আশা করেন।
সূত্রঃ টাইমস অফ ইন্ডিয়া
নোভা