
ছবিঃ সংগৃহীত
বিদেশে ঘুরতে যেতে চাইলেই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ভিসার অপেক্ষা। অনেক সময় মাসের পর মাস ধরে চলে আবেদন প্রক্রিয়া, যা ভ্রমণের পরিকল্পনাকেই অনিশ্চিত করে তোলে। তবে এখন কিছু দেশ এমনও আছে, যারা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ভিসা দিয়ে দিচ্ছে—তাও আবার অনলাইনেই।
বিশ্বজুড়ে অনেক দেশ তাদের ই-ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) প্রক্রিয়া দ্রুততর করেছে। চলুন জেনে নিই এমন ৬টি দেশ, যারা ২৪ ঘণ্টার কম সময়েই ভিসা ইস্যু করে:
১. তাজিকিস্তান – মাত্র ১ ঘণ্টায় ভিসা
তাজিকিস্তানের ই-ভিসা বিশ্বের দ্রুততম ভিসা প্রক্রিয়ার একটি। অনলাইন আবেদন করার এক ঘণ্টার মধ্যেই অনেক সময় ভিসা মিলে যায়। পর্যটক ও ব্যবসায়িক ভ্রমণ উভয়ের জন্যই এটি প্রযোজ্য।
২. আজারবাইজান – ৩ ঘণ্টার মধ্যে ভিসা
‘ASAN ভিসা’ সিস্টেমের মাধ্যমে আজারবাইজান মাত্র ৩ ঘণ্টায় ভিসা ইস্যু করে। এই অনলাইন প্ল্যাটফর্মে ন্যূনতম ডকুমেন্ট প্রয়োজন হয়, ফলে ভ্রমণ প্রস্তুতিও হয় দ্রুত।
৩. শ্রীলঙ্কা – ETA এর মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে অনুমোদন
শ্রীলঙ্কার ETA ব্যবস্থা ভিসা পাওয়াকে সহজ করে তুলেছে। আবেদন জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অধিকাংশ ক্ষেত্রে অনুমোদন পাওয়া যায়।
৪. পাকিস্তান – ২৪ ঘণ্টার মধ্যে ই-ভিসা
পাকিস্তানের অনলাইন ভিসা সিস্টেম এখন ২৪ ঘণ্টার মধ্যেই পর্যটকদের ভিসা প্রদান করছে। সর্বোচ্চ ৯০ দিনের জন্য ভ্রমণ অনুমোদন মেলে।
৫. তুরস্ক – দ্রুততম ই-ভিসা প্রক্রিয়া
তুরস্কের ই-ভিসা সাধারণত ২৪ ঘণ্টার মধ্যেই পাওয়া যায়। ইস্তাম্বুল কিংবা আনতালিয়ার সৌন্দর্য উপভোগ করতে এখন আর দীর্ঘ প্রক্রিয়ার প্রয়োজন নেই।
৬. থাইল্যান্ড – eVOA পদ্ধতিতে ২৪ ঘণ্টার মধ্যে অনুমোদন
থাইল্যান্ডের ই-ভিসা অন অ্যারাইভাল (eVOA) পদ্ধতিতে ১৫ দিনের ভ্রমণের অনুমোদন মাত্র এক দিনের মধ্যেই পাওয়া যায়।
সহজ ভিসা, দ্রুত ভ্রমণ
ভিসা প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা অনেক সময় ভ্রমণ পরিকল্পনা ভেস্তে দেয়। তবে এই ৬টি দেশ এখন সেই বাধা অনেকটাই দূর করেছে। কয়েক ঘণ্টায় ভিসা হাতে পেয়ে আপনি নিশ্চিন্তে পাড়ি জমাতে পারেন পছন্দের গন্তব্যে।
মারিয়া