ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

খান ইউনুসে ইসরায়েলি সেনা নিহতের ঘটনা স্বীকার করল সেনাবাহিনী

প্রকাশিত: ০৪:৩৬, ১০ জুলাই ২০২৫

খান ইউনুসে ইসরায়েলি সেনা নিহতের ঘটনা স্বীকার করল সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুসে সংঘর্ষে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ফিলিস্তিনি যোদ্ধারা ‘ভূগর্ভস্থ থেকে উঠে এসে’ ওই সেনাকে অপহরণ করার চেষ্টা করেছিল। অপহরণ ঠেকাতে গিয়ে তিনি নিহত হন।

এর আগে হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেড জানায়, খান ইউনুসের আবাসান আল-কাবিরা এলাকায় তারা ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। কাসসাম ব্রিগেডের বিবৃতিতে বলা হয়:
“আমাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের দিকে অগ্রসর হয়, হালকা অস্ত্র দিয়ে সংঘর্ষে জড়ায় এবং একজন সেনাকে অপহরণের চেষ্টা করে। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় তাকে হত্যা করে এবং তার অস্ত্র জব্দ করে।”

কাসসাম ব্রিগেড আরও দাবি করেছে, তারা হামলার সময় একটি মার্কাভা ট্যাংক এবং দুটি সাঁজোয়া যানকে ইয়াসিন-১০৫ রকেট দিয়ে লক্ষ্যবস্তু করে আঘাত করেছে।

এই ঘটনাটি গাজায় চলমান সংঘাতের সর্বশেষ উত্তেজনাকর মোড় হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে হামাসের যোদ্ধারা আবারও গেরিলা কৌশলে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।

 

শেখ ফরিদ 

×