ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

মস্কো ও বেইজিং উড়িয়ে দেয়ার হুমকি ডোনাল্ড ট্রাম্পের!

প্রকাশিত: ২১:২০, ৯ জুলাই ২০২৫

মস্কো ও বেইজিং উড়িয়ে দেয়ার হুমকি ডোনাল্ড ট্রাম্পের!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ব্যক্তিগত অর্থ সংগ্রহ অনুষ্ঠানে দাবি করেন, ইউক্রেনে হামলা চালালে তিনি মস্কোতে ‘বোমাবর্ষণ’ করতেন। সিএনএন সম্প্রতি একটি গোপন অডিও প্রকাশ করেছে, যেখানে ট্রাম্পের এ বিস্ফোরক মন্তব্য শোনা যায়।

২০২৪ সালের নির্বাচনের আগে নিউইয়র্ক ও ফ্লোরিডার একাধিক ফান্ডরেইজিং ইভেন্টে ট্রাম্প বলেন, "পুতিনকে আমি বলেছিলাম, ইউক্রেনে ঢুকলে আমি মস্কোতে ভয়ংকর বোমাবর্ষণ করব। আমি বলেছিলাম, আমার কোনো উপায় থাকবে না।"

ট্রাম্প আরও বলেন, “পুতিন বলেছিল, ‘আমি বিশ্বাস করি না।’ তবে ১০ শতাংশ হলেও সে আমাকে বিশ্বাস করেছিল।”

তবে এই বক্তব্যের বাস্তবতা নিয়ে সংশয় দেখা দিয়েছে, কারণ ট্রাম্প যখন এই মন্তব্য করেন, তখন রাশিয়ার ইউক্রেনে হামলার ঘটনা প্রায় দুই বছর আগেই (২০২২ সালের ফেব্রুয়ারিতে) ঘটেছে।

বিভিন্ন সময় ট্রাম্প তার আগ্রাসী বক্তব্য ও আত্মশ্লাঘামূলক কথাবার্তার জন্য পরিচিত ছিলেন, বিশেষ করে নির্বাচনী প্রচারণায়। হোয়াইট হাউসে ফেরার প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এই মন্তব্য করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, একই অডিওতে ট্রাম্প আরও দাবি করেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও তিনি হুমকি দিয়েছিলেন। যদি চীন তাইওয়ানে আক্রমণ করে, তাহলে যুক্তরাষ্ট্র বেইজিংয়ে বোমা ফেলবে বলে তিনি জানান। ট্রাম্প বলেন, “সে (শি জিনপিং) মনে করেছিল আমি পাগল।”

অন্য একটি অংশে ট্রাম্প বলেন, “যে ছাত্ররা বিক্ষোভ করবে, আমি তাদের দেশ থেকে বের করে দেব। তারা বড় ভুল করেছে। দেশ থেকে বের করে দিলে, বিক্ষোভ বন্ধ হবে।” তিনি এ মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থী ছাত্র আন্দোলন প্রসঙ্গে।

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা মতপ্রকাশের স্বাধীনতা ব্যবহারকারী বিদেশি শিক্ষার্থীদের আটক করে বহু মাইল দূরের ডিটেনশন সেন্টারে পাঠিয়েছে। অনেকে অভিযোগ করেছেন, আটককালে অফিসাররা পরিচয় প্রকাশ করেননি।

বিশ্ববিদ্যালয় ও মানবাধিকার সংগঠনগুলো এসব ঘটনার প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে, মতপ্রকাশের স্বাধীনতা হরণ মার্কিন গণতন্ত্র ও সংবিধানের মৌলিক মূল্যবোধের পরিপন্থী।

 


সূত্র:https://tinyurl.com/mry5bfc2

আফরোজা

×