ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

জরাজীর্ণ মগনামা জেটিঘাটে প্রতিদিন জীবনের ঝুঁকি নিচ্ছেন হাজারো যাত্রী

আব্দুল্লাহ আল নওশাদ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কুতুবদিয়া, কক্সবাজার

প্রকাশিত: ০১:১৩, ১০ জুলাই ২০২৫

জরাজীর্ণ মগনামা জেটিঘাটে প্রতিদিন জীবনের ঝুঁকি নিচ্ছেন হাজারো যাত্রী

ছবি: জনকণ্ঠ

কক্সবাজারের সাগর দ্বীপ কুতুবদিয়া পারাপারের প্রধান পথ পেকুয়া মগনামা জেটিঘাট, দীর্ঘ দুই দশকের ও বেশি সময় ধরে সংস্কার না হওয়ায় বিপাকে পড়েছেন দ্বীপের বাসিন্দারা। জরাজীর্ণ অবস্থায় প্রতিদিন  জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন ১৫-২০ থেকে  হাজার মানুষ,  ঝুঁকিপূর্ণ এই ঘাটে পণ্যবাহী ভারী ট্রাক পণ্য লোড আনলোড হচ্ছে প্রতিদিন, ফলে যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। 

২০০৪ সালে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের নিজস্ব অর্থায়নে নির্মিত জেটি ঘাটটি জরাজীর্ণ, বর্তমানে কতুবদিয়া দ্বীপের ২ লক্ষাধিক মানুষ চরম আতঙ্কে পারাপার করছেন প্রতিনিয়ত। এই জেটি ঘাট থেকে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় করলেও সংস্কার বা উন্নয়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে জেটিটির অবস্থা দিন দিন আরও ভয়াবহ রূপ ধারণ করছে। 

কুতুবদিয়ার স্থায়ী বাসিন্দা নজরুল ইসলাম জানান, "জরাজীর্ণ ঘাট দিয়ে প্রতিনিয়ত পারাপার করছি জীবনের ঝুঁকি নিয়ে, এছাড়া আর কোন উপায় নেই আমাদের। এই ঘাট থেকে প্রতিবছর সরকার  কোটি কোটি টাকা রাজস্ব আদায় করছে, অথচ ঘাট সংস্কারের কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দাবি জানান অবিলম্বে  নতুন জেটি ঘাট নির্মাণের।"

কুতুবদিয়া দ্বীপের সর্বস্তরের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি নতুন জেটিঘাট নির্মানের, অন্যথায় যেকোন সময় ঝুঁকিপূর্ণ ঘাটটি ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

Mily

×