
ছবি: সংগৃহীত
জুলাই ও আগস্ট মাসে শহীদ হওয়া সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বালন করেছে রাঙ্গুনিয়া উপজেলার ১৪নং দক্ষিণ রাজানগর ইউনিয়ন ছাত্রদল।
বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় দক্ষিণ রাজানগর সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে আয়োজিত এই কর্মসূচিতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন ছাত্রদলের কারা নির্যাতিত নেতা সাগর, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা রাকিবসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনের আগে বিদ্যালয়ের একটি কক্ষে আয়োজিত হয় সংক্ষিপ্ত শোকসভা।
শেখ ফরিদ