ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

গেন্ডারিয়ায় ‘শহীদ আনাস সড়ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রকাশিত: ১৯:২১, ৭ জুলাই ২০২৫; আপডেট: ১৯:২২, ৭ জুলাই ২০২৫

গেন্ডারিয়ায় ‘শহীদ আনাস সড়ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

মাত্র ১৭ বছর বয়সে দেশের জন্য জীবন দিয়েছেন যে তরুণ, সেই শহীদ আনাসের স্মৃতিকে অমলিন করে রাখতে আজ গেন্ডারিয়ায় একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘শহীদ আনাস সড়ক’। চাঁনখারপুলে পুলিশের গুলিতে নিহত এই সাহসী তরুণের আত্মত্যাগ স্মরণে ধোপখোলা মাঠ সংলগ্ন এই সড়কটির নামফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, “এভাবে যেনো জনগণের ট্যাক্সের টাকায় বেতন হওয়া কোন বাহিনীর হাতে আর কাউকে জীবন দিতে না হয়, সঠিক বিচার সহ কাঠামোগত সংস্কার আমরা করে যাবো।”

তিনি আরও বলেন, শহীদ আনাস শুধু একটি নাম নয়, এক অনন্য সাহস ও চেতনার প্রতীক। যে বয়সে অন্যরা জীবনের পরিকল্পনা করতে ব্যস্ত থাকে, সেই বয়সে আনাস তাঁর সব সম্ভাবনা বিসর্জন দিয়ে দেশের মুক্তির জন্য জীবন উৎসর্গ করেছেন।

আনাস শহীদ হওয়ার আগে বাবা-মায়ের উদ্দেশ্যে একটি চিঠিতে লিখেছিলেন: “মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যুও অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হইয়ো।”

সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রতিটি শহীদের সম্মান রক্ষায় এবং তাঁদের আদর্শকে সামনে রেখে একটি ন্যায্য, মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে শহীদ আনাসের পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রিফাত

×