
ছবিঃ সংগৃহীত
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি গ্রামের বাসিন্দা রুমা আক্তার নামে একজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়ালো।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি পৌরসভার স্বাস্থ্য সহকারী মো. সেলিম মিয়া।
মৃত রুমা আক্তার (৪৬) ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সতানন্দি গ্রামের হুমায়ুন কবির ছলুর স্ত্রী।
গত ৩০ জুন দাউদকান্দি অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হলে ২ জুলাই তাকে ঢাকায় রেফার করা হয় এবং ৩ জুলাই বনশ্রী ফরাজী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে দাউদকান্দিতে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭ জনে।
এদিকে দাউদকান্দিতে দিন দিন ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় উপজেলায় নতুন করে আরও ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সোমবার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে ১৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান জানান, ৩ জুলাই দাউদকান্দি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সতানন্দি গ্রামের হুমায়ুন কবির ছলুর স্ত্রী রুমা আক্তার (৪৬) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বনশ্রী ফরাজী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত ৩০ জুন দাউদকান্দি অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হলে ২ জুলাই তাকে ঢাকায় রেফার করা হয় এবং ৩ জুলাই তিনি মারা যান। এ নিয়ে দাউদকান্দিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে।
ইমরান