ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ময়মনসিংহের ভালুকায় স্কুলছাত্রীর আত্মহত্যা নাকি হত্যা? তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ

প্রকাশিত: ১৯:৫৬, ৭ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৫৭, ৭ জুলাই ২০২৫

ময়মনসিংহের ভালুকায় স্কুলছাত্রীর আত্মহত্যা নাকি হত্যা? তদন্তে পুলিশ

ভালুকায় মোছা. ঝর্ণা আক্তার (১৭) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ জুলাই) সকালে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ঝর্ণা আক্তার উপজেলার মল্লিকবাড়ি শহীদ নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। তিনি মল্লিকবাড়ি গ্রামের মো. মুনসুর আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামের মো. আজিজুল হক প্রধানের ছেলে মালয়েশিয়া প্রবাসী তুষার প্রধানের (২২) সঙ্গে মোবাইলে ঝর্ণা আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের অমতে অন্যত্র বিয়ের আলোচনা চলতে থাকলে ঝর্ণা আক্তার নিরুপায় হয়ে গত রোববার (৬ জুলাই) দুপুরে প্রেমিক তুষারের বাড়িতে চলে যান।

বিষয়টি ঝর্ণা আক্তার তার প্রেমিক তুষারকে জানালে তুষার তাকে তাদের বাড়িতে অবস্থান করতে বলেন। তবে ওইদিন সন্ধ্যায় পরিবারের লোকজন ঝর্ণাকে বাড়িতে নিয়ে আসেন। পরিবারের দাবি, ঝর্ণা আক্তার সোমবার (৭ জুলাই) ভোরে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে ছিলেন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিনুল ইসলাম জানান, ঝর্ণা আক্তারের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মিমিয়া

×