ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

২০২৫ সালের সেরা এয়ারলাইন্সের তালিকা প্রকাশ, দেখে নিন কোনটি প্রথম

প্রকাশিত: ২৩:৩৩, ৬ জুলাই ২০২৫; আপডেট: ২৩:৩৫, ৬ জুলাই ২০২৫

২০২৫ সালের সেরা এয়ারলাইন্সের তালিকা প্রকাশ, দেখে নিন কোনটি প্রথম

বিশ্বের সেরা এয়ারলাইন্স হিসেবে ২০২৫ সালের মর্যাদাপূর্ণ স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স অ্যাওয়ার্ড জিতে নিয়েছে কাতার এয়ারওয়েজ। প্যারিস এয়ার শোতে লে বোর্জে এয়ারপোর্টের এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে ১৭ জুন এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

টানা দুই বছর শীর্ষ স্থান ধরে রাখল কাতার এয়ারওয়েজ। ২০২৩ সালে সিঙ্গাপুর এয়ারলাইন্স প্রথম স্থান দখল করলেও এবার তাদেরকে দ্বিতীয় স্থানে নামিয়ে শীর্ষে উঠে এল কাতারের এই গর্বিত সংস্থা। উল্লেখযোগ্যভাবে, ১৯৯৯ সালে এ পুরস্কার চালুর পর এটি কাতার এয়ারওয়েজের নবমবার শীর্ষস্থান দখল।

কে কোন পুরস্কার জিতল?

🔸 কাতার এয়ারওয়েজ: বিশ্বসেরা এয়ারলাইন্স, বিশ্বসেরা বিজনেস ক্লাস, সেরা বিজনেস ক্লাস লাউঞ্জ, সেরা এয়ারলাইন্স (মধ্যপ্রাচ্য)
🔸 সিঙ্গাপুর এয়ারলাইন্স: বিশ্বসেরা কেবিন ক্রু, সেরা ফার্স্ট ক্লাস
🔸 ক্যাথে প্যাসিফিক: সেরা ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট, সেরা ইকোনমি ক্লাস

অস্ট্রেলিয়ান এয়ারলাইন্সগুলোর অবস্থান

অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারওয়েজ বিশ্ব তালিকায় ১৪তম স্থান দখল করেছে, যা গত বছরের ২৪তম স্থান থেকে অনেকটাই উন্নতি। একইসঙ্গে এটি অস্ট্রেলিয়া/প্যাসিফিক অঞ্চলের সেরা এয়ারলাইন্স হিসেবে নির্বাচিত হয়েছে।

কান্তাস গ্রুপের সিইও ভেনেসা হাডসন বলেন, “এই স্বীকৃতি আমাদের গ্রাহকদের প্রতি অঙ্গীকারের প্রমাণ এবং আমাদের দলের অক্লান্ত পরিশ্রমের ফল।”

ভার্জিন অস্ট্রেলিয়া জিতেছে সেরা আঞ্চলিক এয়ারলাইন্স ও সেরা এয়ারলাইন্স স্টাফ সার্ভিস (অস্ট্রেলিয়া/প্যাসিফিক) খেতাব।

 ২০২৫ সালের সেরা ২০ এয়ারলাইন্সের তালিকা

১. কাতার এয়ারওয়েজ (Qatar Airways)
২. সিঙ্গাপুর এয়ারলাইন্স (Singapore Airlines)
৩. ক্যাথে প্যাসিফিক (Cathay Pacific)
৪. এমিরেটস (Emirates)
৫. এএনএ অল নিপ্পন এয়ারওয়েজ (ANA All Nippon Airways)
৬. তুর্কিশ এয়ারলাইন্স (Turkish Airlines)
৭. কোরিয়ান এয়ার (Korean Air)
৮. এয়ার ফ্রান্স (Air France)
৯. জাপান এয়ারলাইন্স (Japan Airlines)
১০. হাইনান এয়ারলাইন্স (Hainan Airlines)

১১. সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (Swiss International Air Lines)
১২. ইভা এয়ার (EVA Air)
১৩. ব্রিটিশ এয়ারওয়েজ (British Airways)
১৪. কান্তাস এয়ারওয়েজ (Qantas Airways)
১৫. লুফথানসা (Lufthansa)
১৬. ভার্জিন আটলান্টিক (Virgin Atlantic)
১৭. সৌদি এয়ারলাইন্স (Saudi Arabian Airlines)
১৮. স্টারলাক্স এয়ারলাইন্স (STARLUX Airlines)
১৯. এয়ার কানাডা (Air Canada)
২০. আইবেরিয়া এয়ারলাইন্স (Iberia)

 

মিমিয়া

×