ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

রাজশাহীর থানা থেকে লুণ্ঠিত বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১০:২৮, ৭ জুলাই ২০২৫

রাজশাহীর থানা থেকে লুণ্ঠিত বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

ছবি: জনকণ্ঠ

রাজশাহীর থানা থেকে লুণ্ঠিত পুলিশের ব্যবহৃত বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। রবিবার দিবাগত মধ্যরাতে নগরীর টিকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বালুর নিচে লুকিয়ে রাখা অবস্থায় ৭.৬২ মি.মি. বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়। সোমবার রাজশাহী র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


র‌্যাব জানায়, গত বছর ছাত্র আন্দোলন চলাকালীন রাজশাহী নগরীর বিভিন্ন থানা থেকে আগ্নেয়াস্ত্র লুটের ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে ওই সময়ে থানা থেকে লুণ্ঠিত গুলিসহ আগ্নেয়াস্ত্রের খোঁজ পেয়ে র‌্যাব নগরীর টিকাপাড়া এলাকায় অভিযান চালায়।


এসময় ওই এলাকায় বালুর নীচে পুতে রাখা অবস্থায় বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। নগরীর বোয়ালিয়া থানার ওসির উদৃতি দিয়ে র‌্যাব জানায়, উদ্ধার কার অগ্নেয়ান্ত্র পুলিশের ব্যবহৃত। যা থানা থেকে লুণ্ঠিত। তবে কোন থানা থেকে লুণ্ঠিত তা নিশ্চিত হতে পারেনি র‌্যাব। উদ্ধারকৃত পিস্তল, ম্যাগজিন ও গুলি মহানগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আউনগত ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

শিহাব

×