
৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি দেশের সর্বস্তরে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল।সোমবার রায়পুরায় ৩১ দফার লিফলেট বিতরণ শেষে প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, “বিএনপি প্রণীত ৩১ দফা হলো গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচারের সনদ। জনগণের মৌলিক অধিকার পুনরুদ্ধার এবং রাষ্ট্রকে মুক্ত করতে এই দফাগুলোর বাস্তবায়ন অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত, জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি তার শান্তিপূর্ণ আন্দোলন ও কর্মসূচি অব্যাহত রাখবে।”
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস মিয়া, রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রীস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ হোসেন নাহিদ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আখতার হোসেন ও সদস্য সচিব ইয়াকুব আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মূসা মিয়া, পৌরসভা যুবদলের সদস্য সচিব সুমন নেওয়াজসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতারা জানান, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা নয়, বরং এটি দেশের ভবিষ্যৎ গঠনে একটি সুদূরপ্রসারী পরিকল্পনা।
আফরোজা