ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

অজান্তেই আপনার ফোনে স্ক্রিন রেকর্ড হচ্ছে? বন্ধ করুন এই ভয়ংকর সেটিংস!

প্রকাশিত: ২১:৩৯, ৭ জুলাই ২০২৫

অজান্তেই আপনার ফোনে স্ক্রিন রেকর্ড হচ্ছে? বন্ধ করুন এই ভয়ংকর সেটিংস!

ছবিঃ সংগৃহীত

স্মার্টফোন এখন আমাদের জীবনের অঙ্গ। ব্যক্তিগত ছবি, গোপন চ্যাট, ব্যাংক অ্যাপ কিংবা অফিসিয়াল তথ্য—সবকিছুই থাকে মোবাইল ফোনে। কিন্তু আপনি কি জানেন, আপনার অজান্তেই কেউ আপনার ফোনে স্ক্রিন রেকর্ড চালু করে রাখতে পারে? এমনকি আপনি সেটি বুঝতেই নাও পারেন!

এই ধরনের কার্যক্রম শুধু আপনার গোপনীয়তা নয়, বরং ডিজিটাল নিরাপত্তার ওপরও মারাত্মক হুমকি তৈরি করতে পারে। কিছু হ্যাকার বা সন্দেহজনক অ্যাপ স্ক্রিন রেকর্ডিং ফিচার ব্যবহার করে আপনার মোবাইলের সব কর্মকাণ্ড গোপনে ধারণ করতে পারে।

চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি বুঝবেন আপনার ফোনে স্ক্রিন রেকর্ডিং চালু আছে কিনা এবং কীভাবে তা বন্ধ করবেন।

কিভাবে বুঝবেন স্ক্রিন রেকর্ডিং চলছে?

১. নোটিফিকেশন বার খেয়াল করুন

অনেক সময় স্ক্রিন রেকর্ডিং চালু থাকলে উপরে রেকর্ডিং আইকন দেখা যায়। যদি সেখানে অদ্ভুত কোনো রেকর্ডিং চিহ্ন থাকে, তবে সতর্ক হোন।

২. ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে?

অস্বাভাবিকভাবে ফোন গরম হয়ে যাওয়া বা ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাওয়া স্ক্রিন রেকর্ডিংয়ের গোপন লক্ষণ হতে পারে।

৩. স্টোরেজ হঠাৎ ভরে যাচ্ছে?

অজানা বড় সাইজের ভিডিও ফাইল ডিভাইসে জমা হচ্ছে কি না, তা ফাইল ম্যানেজারে গিয়ে চেক করুন।

৪. অস্বাভাবিক অ্যাপ পারমিশন

স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য কোনো অ্যাপ যদি ‘display over other apps’ বা ‘accessibility’ পারমিশন চায়, তবে সেটা ঝুঁকিপূর্ণ হতে পারে।

স্ক্রিন রেকর্ড বন্ধ করার উপায়

অ্যান্ড্রয়েড ফোনের জন্য

  • Settings > Apps > Special App Access > Screen Recording বা Display over other apps
    এখানে দেখে নিন কোন কোন অ্যাপ এই পারমিশন পেয়েছে। অচেনা বা অপ্রয়োজনীয় অ্যাপ থেকে এই অনুমতি বাতিল করুন।

  • Settings > Privacy > Permission Manager > Microphone/Screen Recorder
    কোনো অ্যাপ অপ্রয়োজনীয়ভাবে মাইক্রোফোন বা স্ক্রিন রেকর্ডের অনুমতি নিয়েছে কিনা, তা যাচাই করে বন্ধ করুন।

আইফোনের জন্য

  • Settings > Control Center > Screen Recording
    যদি অপ্রয়োজনীয়ভাবে স্ক্রিন রেকর্ডিং অপশন Control Center-এ থাকে, সরিয়ে ফেলুন।

  • Settings > Privacy & Security > Microphone / Screen Recording
    চেক করুন কোন অ্যাপ স্ক্রিন রেকর্ড বা মাইক্রোফোন ব্যবহার করছে।

কী করবেন না

  • সন্দেহজনক বা ফ্রি ইউটিলিটি অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকুন।

  • থার্ড পার্টি অ্যাপ বা অজানা সোর্স থেকে অ্যাপ ইনস্টল করবেন না।

  • ‘অটো-স্টার্ট’ পারমিশন দেওয়া অ্যাপগুলো মাঝে মাঝে যাচাই করুন।

আপনার নিরাপত্তা আপনার হাতেই

মোবাইলের স্ক্রিন রেকর্ড ফিচার মূলত নিজের সুবিধার জন্য থাকলেও হ্যাকার বা সন্দেহজনক অ্যাপের হাতে পড়ে গেলে এটি মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তাই নিজেই সচেতন হন, নিরাপদে থাকুন।

আপনার ফোনের গোপনীয়তা রক্ষায় সচেতনতা ছড়াতে এই প্রতিবেদনটি অন্যদের সঙ্গে শেয়ার করুন।

ইমরান

×