ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

গুগলের অপ্রতিরোধ্য পিক্সেল আপগ্রেড কেন অ্যান্ড্রয়েডের জন্য দুঃসংবাদ?

প্রকাশিত: ০৫:১৮, ১০ জুলাই ২০২৫

গুগলের অপ্রতিরোধ্য পিক্সেল আপগ্রেড কেন অ্যান্ড্রয়েডের জন্য দুঃসংবাদ?

ছ‌বি: সংগৃহীত

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কেন্দ্রবিন্দুতে এখন এক গভীর সংকট। এটি শুধু গুগলের জন্য নয়, বরং গোটা অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের জন্য একটি বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে স্যামসাং কী সিদ্ধান্ত নেয় তার উপর।

গুগল অ্যান্ড্রয়েড সবার জন্য উন্মুক্ত রাখলেও, নিজের তৈরি পিক্সেল ফোন দিয়ে একই সঙ্গে অন্যান্য নির্মাতাদের (OEM) সঙ্গে প্রতিযোগিতায় নামে। যদিও পিক্সেলের বাজার শেয়ার তুলনামূলকভাবে ছোট, তবে নতুন ফিচার ও আপডেট দেওয়ার দিক থেকে গুগল সবসময়ই এগিয়ে।

সাম্প্রতিক অ্যান্ড্রয়েড ১৫ ও অ্যান্ড্রয়েড ১৬ আপডেটগুলো মূলত নিরাপত্তা ও গোপনীয়তাকে গুরুত্ব দিয়েছে। আর এই কারণে এখন ওএস আপগ্রেড সাধারণ ফিচারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

স্যামসাং অ্যান্ড্রয়েডের সবচেয়ে বড় নির্মাতা হওয়া সত্ত্বেও, অ্যান্ড্রয়েড ১৫ আপডেট পাওয়ার দৌড়ে অনেক পিছিয়ে পড়েছিল। যখন গুগলের পিক্সেল ফোনগুলো অ্যান্ড্রয়েড ১৬-তে আপগ্রেড হচ্ছিল, তখন অনেক স্যামসাং ফোনে কেবল অ্যান্ড্রয়েড ১৫-ই আসছিল। যদিও স্যামসাং দাবি করেছে, অ্যান্ড্রয়েড ১৬ আপডেট এবার দ্রুত আসবে, তবুও ব্যবহারকারীরা এখনও বাস্তবে সেটার প্রমাণ পায়নি।

এই ইস্যুতে সম্প্রতি অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, কেন গুগলের পিক্সেল সফটওয়্যার স্যামসাংয়ের ওয়ান ইউআই থেকে ভাল। তাদের মতে, গুগলের সবচেয়ে বড় সুবিধা হলো দ্রুত ওয়ান-টাইম আপডেট, যেটি স্যামসাং কখনওই পারবে না।

এছাড়া, প্রতিমাসে পিক্সেল ফোনে নিরাপত্তা আপডেট ও নতুন ফিচার আসার কারণে ব্যবহারকারীদের জন্য এটি আরও নির্ভরযোগ্য। জুলাই মাসে গুগল পিক্সেল ফোনে আলাদা করে কোনো নিরাপত্তা আপডেট না আসলেও, ধারণা করা হচ্ছে অ্যান্ড্রয়েড ১৬-এর মধ্যেই প্রয়োজনীয় আপডেট সংযুক্ত ছিল। অন্যদিকে, স্যামসাং তাদের নিজস্ব নিরাপত্তা আপডেট এবং অ্যান্ড্রয়েড সংশ্লিষ্ট আপডেট দিচ্ছে।

স্যামসাং এখন ওয়ান ইউআই ৮-এর মাধ্যমে গোপনীয়তার ওপর জোর দিচ্ছে, যেখানে ডিভাইসেই এআই ব্যবস্থাপনা করা যাবে, যা গুগলের তুলনায় কিছুটা বেশি প্রাইভেসি-বান্ধব হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

এদিকে গুগলের জেমিনাই এআই নতুন করে ব্যবহারকারীদের তথ্যের উপর নজরদারি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ম্যালওয়্যারবাইটস। গুগল এখন জেমিনাইকে WhatsApp, মেসেজ, ফোন অ্যাপসহ থার্ড-পার্টি অ্যাপে প্রবেশাধিকার দিচ্ছে, যা ব্যবহারকারীর গোপনীয়তার জন্য একটি বড় চ্যালেঞ্জ।

গুগলের বক্তব্যেও কিছু অসঙ্গতি দেখা গেছে। একদিকে বলা হচ্ছে, জেমিনাই ফিচারগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হবে এবং WhatsApp, Messages, Phone-এর মতো অ্যাপে কাজ করবে, অন্যদিকে আবার বলা হচ্ছে, কেউ যদি এগুলো বন্ধ করে রাখেন, তাহলে তা বন্ধই থাকবে। এই দ্বিধা ব্যবহারকারীদের উদ্বিগ্ন করে তুলছে।

এটি শুধুই গুগলের পিক্সেল নয়, গোটা অ্যান্ড্রয়েড ব্যবস্থার ওপর প্রভাব ফেলছে। আর এই ফাঁকে স্যামসাং নিজেদেরকে একটি বেশি গোপনীয়তা-সহায়ক অ্যান্ড্রয়েড বিকল্প হিসেবে উপস্থাপন করতে চাইছে। কিন্তু তারা এই প্রচেষ্টা চালাচ্ছে ঠিক সেই সময়, যখন পিক্সেল এরই মধ্যে বাজারে একপ্রকার অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।

অ্যান্ড্রয়েড অথরিটি বলছে, স্যামসাং তাদের ওয়ান ইউআই ৭-এর ত্রুটি ঠিক করতে পেরেছে বটে, তবে এখন সবার নজর ওয়ান ইউআই ৮-এর দিকে। বাস্তবতা হলো, গুগল এখন পিক্সেল ফোনে যেভাবে দ্রুত আপগ্রেড ও এআই ফিচার আনছে, তাতে স্যামসাংয়ের আলাদা বৈশিষ্ট্য ক্রমেই হারিয়ে যাচ্ছে।

অন্যদিকে চীনের হুয়াওয়ে এখন তৃতীয় একটি মোবাইল অপারেটিং সিস্টেম আনছে, যা iOS ও অ্যান্ড্রয়েডের জন্য নতুন প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে। এতে করে চীনা নির্মাতারা ধীরে ধীরে আমেরিকান টেকনোলজির উপর নির্ভরতা কমাতে পারে। এই উদ্যোগকে জাতীয় স্বার্থ হিসেবেও দেখা হচ্ছে বেইজিং ও শেনজেনে।

সব মিলিয়ে, গুগলের অপ্রতিরোধ্য পিক্সেল আপগ্রেড শুধু স্যামসাং নয়, গোটা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্যই এক ভয়াবহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: ফোর্বস

এম.কে.

×