ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ইন্টারনেট ছাড়াই মেসেজ আদান-প্রদান, আসছে নতুন অ্যাপ বিটচ্যাট

প্রকাশিত: ২২:৩৩, ১১ জুলাই ২০২৫

ইন্টারনেট ছাড়াই মেসেজ আদান-প্রদান, আসছে নতুন অ্যাপ বিটচ্যাট

মেসেজ আদান-প্রদানে ইন্টারনেটের ওপর নির্ভরশীলতা কমাতে আসছে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম। টুইটার (বর্তমান এক্স)-এর সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির উদ্যোগে বাজারে আসছে ‘বিটচ্যাট’ নামের একটি অ্যাপ, যেখানে ইন্টারনেটের দরকার হবে না।

কীভাবে কাজ করবে বিটচ্যাট?
ইন্টারনেটের বদলে ব্লুটুথ ব্যবহার করেই বিটচ্যাটের মাধ্যমে মেসেজ পাঠানো যাবে। তবে শর্ত হচ্ছে, প্রাপককে প্রেরকের ৩০০ মিটারের মধ্যে থাকতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি মূলত টরেন্টের মতো পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা লেনদেন করবে।

এটি ‘স্টোর অ্যান্ড ফরোয়ার্ড’ মডেল-এ কাজ করবে। অর্থাৎ, মেসেজ যতক্ষণ না প্রাপক অনলাইনে আসে ততক্ষণ পর্যন্ত সেটি স্টোর থাকবে। মেসেজিংয়ের নিরাপত্তার জন্য রাখা হচ্ছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন। আশ্চর্যের বিষয় হলো, বিটচ্যাটে মেসেজ পাঠাতে কোনো ফোন নম্বর বা ই-মেইল অ্যাড্রেসেরও দরকার হবে না।

কেন গুরুত্বপূর্ণ বিটচ্যাট?
বিশ্বজুড়ে ডিজিটাল প্রাইভেসি নিয়ে যখন শঙ্কা বাড়ছে, তখন ইন্টারনেট ছাড়াই বার্তা বিনিময়ের এই সুযোগকে বিশেষজ্ঞরা একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন। হোয়াটসঅ্যাপ ও অন্যান্য প্ল্যাটফর্মের আধিপত্যের মাঝেও বিটচ্যাট নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে।

মিমিয়া

×