ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

২০২৫ সালের সবচেয়ে বেশি ব্যবহৃত যে ১০টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম

প্রকাশিত: ০১:১৫, ১২ জুলাই ২০২৫

২০২৫ সালের সবচেয়ে বেশি ব্যবহৃত যে ১০টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম

ছবি: সংগৃহীত

 

ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রাম—আধুনিক জীবনে সামাজিক যোগাযোগমাধ্যম এখন আমাদের নিত্যসঙ্গী। সম্প্রতি প্রকাশিত ডেটা রিপোর্টাল–এর তথ্যমতে, ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫২৪ কোটি, যা বৈশ্বিক জনসংখ্যার ৬৪.৭%।

তবে প্রশ্ন হলো—এই বিপুল সংখ্যক মানুষ কোন প্ল্যাটফর্মগুলো সবচেয়ে বেশি ব্যবহার করছে?

ডেটা রিপোর্টাল তাদের জরিপে সক্রিয় ব্যবহারকারী ও বিজ্ঞাপন রিচ উভয় ধরনের পরিসংখ্যান বিশ্লেষণ করে শীর্ষ ১০টি সামাজিক মাধ্যমের তালিকা প্রকাশ করেছে।

১. ফেসবুক

মাসিক সক্রিয় ব্যবহারকারী: ৩০৭ কোটি
সামাজিক যোগাযোগের পাশাপাশি এখন ব্যবসা, ব্র্যান্ডিং, মার্কেটিং এবং খবরের অন্যতম উৎস হয়ে উঠেছে ফেসবুক।

২. ইউটিউব

বিজ্ঞাপন রিচ: ২৫৪ কোটি
ভিডিও দেখা ও আপলোডের ক্ষেত্রে শীর্ষে রয়েছে ইউটিউব।

৩. হোয়াটসঅ্যাপ

মাসিক সক্রিয় ব্যবহারকারী: ২০০ কোটি
ব্যক্তিগত বার্তা আদান-প্রদান ও ব্যবসায়িক যোগাযোগে জনপ্রিয়।

৪. ইনস্টাগ্রাম

মাসিক সক্রিয় ব্যবহারকারী: ২০০ কোটি
ফটো-ভিডিও শেয়ারের পাশাপাশি এখন এটি এক বিশাল ডিজিটাল মার্কেটপ্লেস।

৫. টিকটক

বিজ্ঞাপন রিচ: ১৮৪ কোটি
শর্ট ভিডিও কনটেন্টের দুনিয়ায় এখনো দাপট দেখাচ্ছে চীনা এই প্ল্যাটফর্ম।

৬. উইচ্যাট

মাসিক সক্রিয় ব্যবহারকারী: ১৩৯ কোটি
চীনের জনপ্রিয় মাল্টি-ফিচার অ্যাপ, যেটা অনেক দেশে নিষিদ্ধ।

৭. টেলিগ্রাম

মাসিক সক্রিয় ব্যবহারকারী: ১০০ কোটি
নিরাপদ বার্তা আদান-প্রদানে অনেকের প্রথম পছন্দ।

৮. মেসেঞ্জার

বিজ্ঞাপন রিচ: ৯৬.৫ কোটি
ফেসবুকের অংশ হলেও নিজস্ব অ্যাপ হিসেবে আলাদা গুরুত্ব পেয়েছে।

৯. স্ন্যাপচ্যাট

মাসিক সক্রিয় ব্যবহারকারী: ৮৫ কোটি
তরুণদের কাছে জনপ্রিয় অদৃশ্য বার্তা ও ক্রিয়েটিভ ফিচারের জন্য।

১০. দৌউইন (Douyin)

মাসিক সক্রিয় ব্যবহারকারী: ৭৭ কোটি
টিকটকের চীনা সংস্করণ, চীনে ব্যবসায়িক ও বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে জনপ্রিয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমের এই উত্থান শুধু বিনোদন বা যোগাযোগেই সীমাবদ্ধ নয়। এখন এটি হয়ে উঠেছে অর্থনীতি, রাজনীতি, ব্যবসা ও শিক্ষা—সব ক্ষেত্রেই এক অপরিহার্য মাধ্যম।

তথ্যসূত্র: ডেটা রিপোর্টাল, ফোর্বস ইন্ডিয়া

আঁখি

×