
ছবি: সংগৃহীত
অ্যান্ড্রয়েড ব্যবস্থার জন্য গুগল, স্যামসাংসহ বিভিন্ন প্রতিষ্ঠান নিয়মিত মাসিক নিরাপত্তা আপডেট দেয়, যেগুলো সাধারণত অনেক বেশি আলোচনায় আসে। তবে এর বাইরেও রয়েছে আরও একটি নীরব কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট প্রক্রিয়া, যা সরাসরি আপনার ফোনের নিরাপত্তা ও কার্যক্ষমতার সঙ্গে জড়িত।
এখন পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সিস্টেম সেবাগুলোর আপডেট প্রক্রিয়া ছিল অনেকটাই অনিয়মিত। মাঝেমধ্যেই দেখা যেত, এসব আপডেট সময়মতো আসছে না বা অনেক ফোনে আপডেট পেতে বিলম্ব হচ্ছে। তবে এবার গুগল এই সমস্যার সমাধান করতে যাচ্ছে, যা বিশেষ করে ১ বিলিয়ন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিশ্ববিখ্যাত প্রযুক্তি ওয়েবসাইট ৯টু৫গুগলের প্রতিবেদনে বলা হয়েছে, গুগল এবার অ্যান্ড্রয়েড ফোনে একটি নতুন ‘সিস্টেম সেবা’ সেটিংস পৃষ্ঠা চালু করছে, যেখানে ব্যবহারকারীরা ফোনের ব্যাকগ্রাউন্ডে চলমান গুরুত্বপূর্ণ সেবাগুলোর তালিকা দেখতে পারবেন এবং সেখান থেকেই সহজে আপডেট করতে পারবেন। এই নতুন পৃষ্ঠায় এমন সব সেবা ও অ্যাপ্লিকেশনের তালিকা থাকবে, যেগুলোর বেশির ভাগেরই আলাদা ব্যবহারকারী ইন্টারফেস নেই, তবে যেগুলো ফোন বা ট্যাবলেটের স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, এ ধরনের ব্যাকগ্রাউন্ড সেবাগুলোর অধিকাংশই প্রতি মাসে আপডেট করা হয়ে থাকে। তবে এগুলো সাধারণ অ্যান্ড্রয়েড সফটওয়্যার আপডেটের মতো নয়। সাধারণত এসব সেবার জন্য গুগল প্লে স্টোরের মাধ্যমে আপডেট ডাউনলোড করতে হয়। কিন্তু নতুন এই কেন্দ্রীয় আপডেট ড্যাশবোর্ড চালু হওয়ার ফলে, ফোনে যদি প্লে স্টোরের স্বয়ংক্রিয় আপডেট বন্ধও থাকে, তবুও ব্যবহারকারীরা এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সহজেই পেতে পারবেন। আগে এই ঝুঁকি থাকত যে, এসব আপডেট অনেক সময় অজান্তেই এড়িয়ে যাওয়া হতো, যদিও সেগুলো ফোনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই নতুন পদ্ধতি সেই সমস্যা দূর করবে এবং নিশ্চিত করবে, ব্যবহারকারীর অ্যান্ড্রয়েড ফোন সব সময় আপডেট রাখা সম্ভব হচ্ছে।
প্রতিবেদন অনুসারে, এই আপডেটের আওতায় যে সেবাগুলো অন্তর্ভুক্ত থাকবে, তার মধ্যে রয়েছে—অ্যাডাপটিভ কানেকটিভিটি সেবা, অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্স, অ্যান্ড্রয়েড সিস্টেম কি ভেরিফায়ার, অ্যান্ড্রয়েড সিস্টেম সেফটি কোর, ক্রস-ডিভাইস সেবা, ডিভাইস কানেকটিভিটি সেবা, ডিভাইস স্বাস্থ্য সেবা, গুগল প্লে সেবা, গুগল প্লে সেবা ফর এআর এবং সেটিংস সেবা।
বিশ্লেষকরা আরও জানিয়েছেন, এই নতুন সিস্টেম সেবা ড্যাশবোর্ড চালু হচ্ছে অ্যান্ড্রয়েড ৬ মার্শম্যালো বা তার পরবর্তী সংস্করণে চালিত সব ডিভাইসে। অর্থাৎ অ্যান্ড্রয়েডের বেশির ভাগ ব্যবহারকারীই এই নতুন আপডেটের আওতায় আসবে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এখনো যে ১ বিলিয়নের বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ১২ বা তার পুরোনো সংস্করণ ব্যবহার করেন, তাঁদের জন্য এই আপডেট অত্যন্ত জরুরি। কারণ, গুগল এখন আর এসব পুরোনো সংস্করণের জন্য নিয়মিত নিরাপত্তা আপডেট দিচ্ছে না। এ ছাড়া গুগল তার প্লে ইন্টিগ্রিটি এপিআই-তেও পরিবর্তন এনেছে, যা বিশেষভাবে অ্যান্ড্রয়েড ১৩ বা তার পরবর্তী সংস্করণকে আলাদা করছে।
বর্তমানে অ্যান্ড্রয়েডের পুরোনো সংস্করণগুলোর বাজার অংশীদারত্ব বিশ্লেষণ করলে দেখা যায়, অ্যান্ড্রয়েড ৬ থেকে অ্যান্ড্রয়েড ১২ পর্যন্ত অনেক ব্যবহারকারী এখনো এই আপডেটের ওপর নির্ভরশীল। বিশেষজ্ঞদের মতে, এই আপডেট সবচেয়ে বেশি প্রভাব ফেলবে সেই ব্যবহারকারীদের ওপর, যারা এখনো অ্যান্ড্রয়েড ১৩ বা তার নতুন সংস্করণে হালনাগাদ করেননি।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ২০২৫ সালের জুলাই মাসের গুগল সিস্টেম সেবা আপডেটের মাধ্যমে এই নতুন ড্যাশবোর্ড চালু হবে। ব্যবহারকারীরা চাইলে ফোনের সেটিংস থেকে ‘গোপনীয়তা ও নিরাপত্তা’ বিভাগে গিয়ে ‘সিস্টেম সেবা’ অপশনে ক্লিক করে এই নতুন ফিচার দেখতে পারবেন।
এই আপডেটের মাধ্যমে গুগল আরও একবার প্রমাণ করল, তারা শুধু নতুন ডিভাইস বাজারে আনতেই ব্যস্ত নয়, বরং পুরোনো অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোকেও নিরাপদ ও কর্মক্ষম রাখতে গুরুত্ব দিচ্ছে।
আবির