
ছবি: সংগৃহীত
আজকের দিনে স্মার্টফোনে কত ধরনের ঝুঁকি থাকে, সেটা সবাই জানি। নাম্বার না জেনে এসএমএস দিয়ে হামলা, ছবি চুরি করা ম্যালওয়্যার কিংবা এমন ম্যালওয়্যার যা আপনার পরিচিতদের অজান্তে হ্যাকার বানিয়ে দিতে পারে—সবই ভয়াবহ। এবার অ্যান্ড্রয়েড ফোনে এমন এক নতুন ভয়ংকর হামলার খবর এসেছে, যেটা আপনি দেখতে পারবেন না। এই হামলার নাম ‘ট্যাপজ্যাকিং’। এটি এমন এক ধরনের অদৃশ্য হুমকি, যা আপনার ফোন সম্পূর্ণ মুছে ফেলতেও পারে।
ট্যাপজ্যাকিং কী?
ভাবুন, এমন এক নতুন কৌশল আছে যার মাধ্যমে কোনো অ্যাপ আপনার অনুমতি ছাড়া আপনার ফোনের ক্যামেরা চালাতে পারে। শুধু তাই নয়, একই হামলা দিয়ে আপনার পুরো ফোন মুছে ফেলা সম্ভব। এটি সত্যিই ভয়াবহ!
অস্ট্রিয়ার টিইউ উইন ইনফরমেটিকসের গবেষকরা এবং জার্মানির বায়রোথ বিশ্ববিদ্যালয়ের এক গবেষক এই নতুন ঝুঁকির ব্যাপারে জানান। তাঁরা ‘ট্যাপট্র্যাপ’ নামে এক পদ্ধতি আবিষ্কার করেছেন, যেখানে কোনো অ্যাপের কাছে কোনো অনুমতি না থাকলেও, সে অ্যানিমেশন ব্যবহার করে এমন একটি স্ক্রিন চালু করতে পারে যা আপনি দেখতে পাবেন না। কিন্তু আপনি বুঝে না বুঝে এই অদৃশ্য স্ক্রিনে দেওয়া নির্দেশগুলো মানবেন, যেমন কোনো অনুমতি দেওয়া।
সাধারণত অ্যান্ড্রয়েডে একটি স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে গেলে আমরা একটি অ্যানিমেশন দেখি—যেমন স্লাইড বা ফেডিং। কিন্তু ট্যাপট্র্যাপ আক্রমণে নতুন স্ক্রিনটি পুরোপুরি স্বচ্ছ থাকে, অর্থাৎ আপনার চোখ থেকে লুকানো। এ সময় আপনার স্ক্রিনে ট্যাপ আসলে ওই অদৃশ্য স্ক্রিনের ওপরই চলে যায়, যা আপনি দেখছেন না।
এমন অবস্থায়, ওই অদৃশ্য স্ক্রিনে এমন জায়গায় ট্যাপ করানো হয় যা আপনার অজান্তে ফোনের গুরুত্বপূর্ণ অনুমতি চালু করতে পারে, যেমন ‘ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন’। এই অনুমতি দিয়ে দূর থেকে আপনার ফোন সম্পূর্ণ মুছে ফেলা সম্ভব।
কীভাবে রক্ষা পাবেন?
গবেষকরা ২০২৪ সালে এই বিষয়টি গুগল ও বড় বড় ব্রাউজার নির্মাতাদের জানিয়েছিলেন। তবে ব্রাউজার নির্মাতারা দ্রুত সমস্যাটির সমাধান করলেও, গুগল এখনো এই ঝুঁকি দূর করেনি।
গবেষকরা এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের পরামর্শ দিচ্ছেন, যতক্ষণ না গুগল এই সমস্যা মিটায়, ততক্ষণ ফোনের ‘অ্যাক্সেসিবিলিটি’ সেটিংসে গিয়ে ‘সিস্টেম অ্যানিমেশন’ বন্ধ করে রাখুন। এতে এই ধরনের হামলার সম্ভাবনা অনেক কমে যাবে। যদিও এতে ফোনের অ্যানিমেশন বন্ধ হয়ে যাবে এবং একটু অস্বস্তি হতে পারে।
তাঁদের শেষ কথা ছিল, “এভাবে আক্রমণ রোধ করা সম্ভব, তবে আপনার ফোনের অ্যানিমেশন বন্ধ হয়ে যাবে।”
আবির