ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

১ বিলিয়ন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা

প্রকাশিত: ০৫:০৬, ১০ জুলাই ২০২৫

১ বিলিয়ন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত।

গুগল তাদের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য জুলাই মাসে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালের জুলাই মাসে অ্যান্ড্রয়েড সিকিউরিটি বুলেটিনে কোনও নিরাপত্তা আপডেট নেই। এমনকি পিক্সেল ফোনের জন্যও কোনও সিকিউরিটি প্যাচ প্রদান করা হয়নি।

তবে অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণে আপগ্রেড করা পিক্সেল ব্যবহারকারীরা এই আপডেটের সুবিধা পেয়েছেন। স্যামসাংও নিজস্ব জুলাই আপডেট দিয়েছে, যেখানে গুগল ও স্যামসাং উভয়ের নিরাপত্তা প্যাচ অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগল বলছে, “নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে উন্নত নিরাপত্তা ব্যবস্থার কারণে অনেক সমস্যার সুযোগ গ্রহণ কঠিন হয়ে পড়ে।” তাই “সম্ভব হলে সবাইকে” সর্বশেষ অ্যান্ড্রয়েড সংস্করণে আপডেট করার পরামর্শ দিয়েছে কোম্পানিটি।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আপনার ফোন অন্তত অ্যান্ড্রয়েড ১৩ বা তার পরবর্তী সংস্করণ চালাতে হবে যাতে নিয়মিত সিকিউরিটি আপডেট পাওয়া যায়। গুগল এখন অ্যান্ড্রয়েড ১২ বা তার পুরোনো সংস্করণকে আর সমর্থন দিচ্ছে না।

যদিও নির্মাতারা চাইলে পুরোনো সংস্করণগুলোর জন্য কিছু সুরক্ষা প্যাচ “ব্যাকপোর্ট” করতে পারে, সেটি ব্যয়বহুল এবং সাধারণত করা হয় না। তাই বাস্তবে সকল ব্যবহারকারীর জন্য পরামর্শ হচ্ছে—অ্যান্ড্রয়েড ১৩-তে আপগ্রেড করুন।

এদিকে গুগল আরও একটি বড় পরিবর্তন এনেছে, যার মাধ্যমে Play Integrity API সম্প্রসারিত করা হয়েছে। এই প্রযুক্তি ডেভেলপারদের পুরোনো ডিভাইসে অ্যাপের কার্যকারিতা সীমিত করতে সাহায্য করবে। এখানেও বিভাজন রেখা হলো অ্যান্ড্রয়েড ১৩।

তথ্য বলছে, বিশ্বব্যাপী ৪০% অ্যান্ড্রয়েড ফোন এখনও অ্যান্ড্রয়েড ১২ বা তার পুরোনো সংস্করণে চলছে। ফলে এই বিপুল সংখ্যক ব্যবহারকারীরা এখন ঝুঁকিতে রয়েছেন। অ্যান্ড্রয়েড ১৪ বর্তমানে সবচেয়ে ব্যবহৃত সংস্করণ, এবং অ্যান্ড্রয়েড ১৫ বা ১৬ সংস্করণও মূলত অ্যান্ড্রয়েড ১৩ বা তার পরবর্তী সংস্করণচালিত ফোনেই কাজ করবে।

যাদের ফোনে অ্যান্ড্রয়েড ১২ বা তার নিচের সংস্করণ রয়েছে, তাদের জন্য পরামর্শ—এখনই নতুন ফোনে আপগ্রেড করুন। এর অর্থ এই নয় যে আপনাকে দামী ফ্ল্যাগশিপ ফোন কিনতেই হবে; বরং এমন একটি ডিভাইসে যান যা বর্তমান প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সাপোর্টযোগ্য অ্যান্ড্রয়েড সংস্করণে চলে।

নিরাপত্তার সঙ্গে কোনও আপস নয় — এই যুগে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মিরাজ খান

×